Flies: রান্নাঘরে মাছির উপদ্রব কম করার উপায়

মাছি (Flies) একাধিক রোগ বহন করে। কিন্তু এটিকে আমরা আমাদের বাড়ি থেকে দূরেও রাখতে পারি না। বিশেষত আমাদের রান্নার জায়গায় যেখানে আমরা আমাদের খাবার জিনিস…

মাছি (Flies) একাধিক রোগ বহন করে। কিন্তু এটিকে আমরা আমাদের বাড়ি থেকে দূরেও রাখতে পারি না। বিশেষত আমাদের রান্নার জায়গায় যেখানে আমরা আমাদের খাবার জিনিস তৈরি করি সেখান থেকে। আবার এই মাছি যদি আমাদের খাদ্যের উপর বসে তাহলে সে একাধিক রোগ ছড়াতে পারে। তাই জন্য আমাদের রান্নাঘর থেকে মাছিকে দূরে রাখতে হবে।

অনেক ধরনের ঔষধি বাজারে পাওয়া গেলেও পুরোপুরি কার্যকারিতা কোনটিতেই পাওয়া যায় না।।
এবার কিছু এমন উপাদান আপনাদের বলবো যা রান্নাঘরে মাছির উপদ্রব দূর করবে।

আসুন দেখে নেওয়া যাক –

১.ভিনেগার, খাবার সোডা, পানি ও লেবুর রস মিশিয়ে স্প্রে বানিয়ে নিন। রান্নাঘরের মেঝে পরিষ্কার করুন এই দ্রবণ দিয়ে। খাবার টেবিলের আশেপাশে স্প্রে করে দিন। মাছির উপদ্রব থাকবে না।

২.লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের ওপর রেখে দিন। মাছির আনাগোনা কমে যাবে।

৩.নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর। লবঙ্গ শুকিয়ে গুঁড়া করে রান্নাঘরে ছিটিয়ে নিন। মাছি দূর হবে।

৪.ডিশ ওয়াশিং সোপ, পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে।

৫.নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে।