খরচ বাঁচানোর জন্য বিপদ ডেকে আনা। একটু অসাবধান হলেই বিস্ফোরণ ঘটবে। রান্নার গ্যাস বিক্রি হচ্ছে প্লাস্টিকে! এ যে কত ভয়াবহ তা জেনেও খরচ থেকে বাঁচতে এমনই কিছু ঘটছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধরণের প্লাস্টিকে গ্যাস (Plastic Bag Gas) বিক্রির নতুন পদ্ধতি হু হু করে ছড়িয়ে পড়ছে।
এইসব প্লাস্টিকের ব্যাগ বিশেষ ভাবে তৈরি। তাতে ভাল্ভ লাগানো রয়েছে। কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরছেন বিক্রেতারা। এক একটি ব্যাগে ৩-৪ কেজি গ্যাস ভরা হয়। সিলিন্ডার সহ গ্যাসের যা দাম তার থেকে অন্তত ৮০-১০০ টাকা বা তারও কম পড়ছে খরচ। কিন্তু বিপদ? সে তো স্পষ্ট। প্লাস্টিকে গ্যাস ভরে ব্যবহার যে কোনও সময় মারাত্মক পরিস্থিতি তৈরি করবেই।
এমনিতেই রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুড়ে মৃত্যু হয়। বাড়ি ভেঙে পড়ে। সেই কারণে সিলিন্ডারের ভালব বা পাইপ সব সময় পরীক্ষা করা দরকার। তবুও দুর্ঘটনা ঘটে।
প্লাস্টিক ভর্তি গ্যাস কেমন হতে পারে তা বুঝেও কেনার ধুম পড়েছে পাকিস্তানে। তবে সোশ্যাল মিডিয়ায় সেটি ভারত, বাংলাদেশ, শ্রীলংকা সহ সর্বত্র ছড়িয়েছে। বিপদ জেনেও অনেকেই এই ধরণের প্লাস্টিকে গ্যাস কিনতে আগ্রহী। সেই প্রবণতা বাড়ছে।
প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরার দৃশ্য ধরা পড়েছে দেশটির উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। জানা যাচ্ছে গত দু’বছর ধরে গ্যাসের পাইপলাইন খারাপ। বিভিন্ন শহরে বাসিন্দারা রান্নার গ্যাস থেকে বঞ্চিত। তাদের কাছে বিপজ্জনক হলেও প্লাস্টিক ভর্তি গ্যাসই দরকার। এই দৃশ্য প্রকাশ্যে আসায় অনেকেই শিউরে উঠছেন অনেকে।
পাকিস্তানে রান্নার গ্যাস মজুত কমে যাওয়ায় সরকারি কর্তৃপক্ষ বাড়ি, ফিলিং স্টেশন এবং শিল্পে সরবরাহ হ্রাস করতে বাধ্য হয়েছে ৷
Recent Comments