Hitesh Sharma: তরুণ হিতেশ কি সত্যি বাগানের পথে

নতুন মরশুমে এটিকে মোহনবাগান মাঠে (ATK Mohun Bagan) নামার আগে মাঠের বাইরে স্ট্রাটেজি নিয়ে ঘষামাজা করেছিল। গত আইএসএল শেষ হওয়ার পরে, নিজেদের ঘর গোছানো শুরু…

Hitesh Sharma,ATK Mohun Bagan

নতুন মরশুমে এটিকে মোহনবাগান মাঠে (ATK Mohun Bagan) নামার আগে মাঠের বাইরে স্ট্রাটেজি নিয়ে ঘষামাজা করেছিল। গত আইএসএল শেষ হওয়ার পরে, নিজেদের ঘর গোছানো শুরু করে দেয় সবুজ মেরুন বাহিনী । ভারতীয় ফুটবলার হিসেবে আশিক কুরুনিয়ান , বিদেশি হিসেবে আন্তর্জাতিক ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা , অস্ট্রেলিয়া এ লিগের ডিফেন্ডার ব্রেন্ডান হামিলকে ইতিমধ্যে দলে নিশ্চিত করা হয়েছে ।

বিদেশি ছাড়াও পালতোলা নৌকা শিবিরের নজরে কয়েকজন ভারতীয় তরুণ ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে অন্যতম, ডিফেন্সিভ মিডফিল্ডার হিতেশ শর্মা । যার পারফরম্যান্স গত আইএসএলে চোখে পড়ার মতো ছিল ছিল । হায়দরাবাদ এফসির হয়ে দশটি ম্যাচ খেলে দুটি অ্যাসিস্ট করেছিলেন তিনি । যেমন রক্ষণভাগকে, তেমনই আক্রমণে সপ্রতিভ ছিলেন এই তরুণ ভারতীয় । আইএসএলে শেষের পরেই হিতেশ শর্মার সঙ্গে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা চলছিল বলে শোনা যায় ।

   

আইএসএল – এর অন্যান্য দলের তরফেও তাকে অফার দেওয়া হয়েছিল। সম্ভবত এটিকে মোহনবাগানের অফারটি তার এবং তার এজেন্টের পছন্দ হয়েছে । শোনা যাচ্ছে গত একমাস ধরে আলোচনার পর , হিতেশ শর্মা কিছুদিনের মধ্যেই মোহনবাগানে যোগ দেওয়ার ব্যাপারে মনস্থির করতে পারেন ।
একাধিক ভারতীয় ফুটবলারকে ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান তার মধ্যে অন্যতম প্রবীর দাস । এবার এটিকে মোহনবাগানের নজরে তরুণ ভারতীয় ফুটবলাররা ।