নতুন মরশুমে এটিকে মোহনবাগান মাঠে (ATK Mohun Bagan) নামার আগে মাঠের বাইরে স্ট্রাটেজি নিয়ে ঘষামাজা করেছিল। গত আইএসএল শেষ হওয়ার পরে, নিজেদের ঘর গোছানো শুরু করে দেয় সবুজ মেরুন বাহিনী । ভারতীয় ফুটবলার হিসেবে আশিক কুরুনিয়ান , বিদেশি হিসেবে আন্তর্জাতিক ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা , অস্ট্রেলিয়া এ লিগের ডিফেন্ডার ব্রেন্ডান হামিলকে ইতিমধ্যে দলে নিশ্চিত করা হয়েছে ।
বিদেশি ছাড়াও পালতোলা নৌকা শিবিরের নজরে কয়েকজন ভারতীয় তরুণ ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে অন্যতম, ডিফেন্সিভ মিডফিল্ডার হিতেশ শর্মা । যার পারফরম্যান্স গত আইএসএলে চোখে পড়ার মতো ছিল ছিল । হায়দরাবাদ এফসির হয়ে দশটি ম্যাচ খেলে দুটি অ্যাসিস্ট করেছিলেন তিনি । যেমন রক্ষণভাগকে, তেমনই আক্রমণে সপ্রতিভ ছিলেন এই তরুণ ভারতীয় । আইএসএলে শেষের পরেই হিতেশ শর্মার সঙ্গে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা চলছিল বলে শোনা যায় ।
আইএসএল – এর অন্যান্য দলের তরফেও তাকে অফার দেওয়া হয়েছিল। সম্ভবত এটিকে মোহনবাগানের অফারটি তার এবং তার এজেন্টের পছন্দ হয়েছে । শোনা যাচ্ছে গত একমাস ধরে আলোচনার পর , হিতেশ শর্মা কিছুদিনের মধ্যেই মোহনবাগানে যোগ দেওয়ার ব্যাপারে মনস্থির করতে পারেন ।
একাধিক ভারতীয় ফুটবলারকে ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান তার মধ্যে অন্যতম প্রবীর দাস । এবার এটিকে মোহনবাগানের নজরে তরুণ ভারতীয় ফুটবলাররা ।