Health Tips: সহজ কৌশলে অতি দ্রুত ওজন কমে ফেলুন

বর্তমানে অনেকেই ওজন কমানোর (lose weight) জন্য নানা ধরনের ডায়েট অনুসরণ করেন । যা ওজন কমাতে সহায়তা করলেও সার্বিক স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় ।…

Here are some tips to help you lose weight fast

বর্তমানে অনেকেই ওজন কমানোর (lose weight) জন্য নানা ধরনের ডায়েট অনুসরণ করেন । যা ওজন কমাতে সহায়তা করলেও সার্বিক স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় । সারা বিশ্বজুড়ে পুষ্টিবিদরা যেভাবে ওজন কমানোর পরামর্শ দেন , সেই কৌশলগুলি আমরা জেনে নিই ।

খাদ্যাভাসে বেবিফুড রাখা – এই ধরনের খাদ্যাভাসে যাওয়ার অন্যতম কারণ হল , বেবি ফুডে খুব কম ক্যালোরি থাকে । অনেকে আবার প্রতিদিনের খাবার হিসেবে বেবিফুডকেই বেছে নেন । তবে এই ধরনের ডায়েট মেনে চলতে গেলে পরিমাণে অনেক বেশি খাবার খেতে হয় ।

জুস – জুস ডায়েট করলে তাতে শক্ত খাবার থাকেনা এবং এটা শাকসবজি ও ফল থেকে নেওয়া হয় বলে ক্যালোরি গ্রহণের পরিমাণ সীমিত থাকে । ক্যালোরি কম গ্রহণ করার ফলে শরীরের ওজন হ্রাস পায় ঠিকই তবে এটা দীর্ঘস্থায়ী নয় । কারণ ক্যালোরি ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় ।

আয়নার সামনে বসে খাওয়া – আয়নার সামনে বসে খাওয়ার ধারণাটা বেশ অদ্ভুত। এর মূল কারণ হল আয়নার সামনে বসে খেলে নিজের খাওয়ার পরিমাণ ও ধরন খেয়াল করা যায় । ফলে ক্যালোরি গ্রহণের বিষয়ে সচেতন থাকা যায় । এতে ওজন বাড়ার ঝুঁকি কমে যায় ।

গাঢ় রঙের পাত্রে খাওয়া – বিশেষ করে গাঢ় নীল রঙের পাত্রে খেলে নাকি খাবার কম গ্রহণ করা হয় । কারণ সাদা পাত্রের চাইতে গাঢ় রঙের পাত্রে খাবারের পরিমাণ বেশি দেখায় । ফলে কম খাবার নিলেও দেখতে বেশি লাগে ।
এইভাবে খাবারের অভ্যাস করলে ওজন অনেকটাই কমানো সম্ভব । তবে এইসব পরীক্ষা করার আগে অবশ্যই পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া উচিত ।