লিপস্টিক লাগানোর কিছু সঠিক কৌশল জেনে নিন

লিপস্টিক (lipstick) ছাড়া আমাদের রূপসজ্জা সম্পূর্ণ নয় বললেই চলে। লিপস্টিক আমাদের সৌন্দর্য অনেকগুনে বাড়িয়ে দেয়। তাই লিপস্টিকের সঠিক ব্যবহার জানা প্রয়োজন নাহলে আমাদের সৌন্দর্য নষ্ট…

lipstick

লিপস্টিক (lipstick) ছাড়া আমাদের রূপসজ্জা সম্পূর্ণ নয় বললেই চলে। লিপস্টিক আমাদের সৌন্দর্য অনেকগুনে বাড়িয়ে দেয়। তাই লিপস্টিকের সঠিক ব্যবহার জানা প্রয়োজন নাহলে আমাদের সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই লিপস্টিক ব্যবহারের কিছু নিয়ম একনজরে দেখে নিন

১) নিখুঁত ভাবে লিপস্টিক লাগানোর জন্য অবশ্যই ব্যবহার করুন লিপ লাইনার। প্রথমে লিপস্টিকের শেড এর লিপ লাইনার ব্যবহার করুন। তারপর লিপস্টিক লাগান। এতে লিপস্টিক নিখুঁত হবে।

২) অন্যদিকে ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কারণ ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট শুষ্ক হয়ে যায়। তাই ময়েশ্চারাইজার লাগালে ঠোঁট মসৃণ ও সুন্দর দেখাবে।

৩) এছাড়া কালচে ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে তারপর লিপস্টিক লাগান। এতে লিপস্টিক ঠিকমতো ফুটবে। কালো ঠোঁটে লিপস্টিক লাগালে ঠিকমতো লিপস্টিক ফোটে না।