Afghanistan: ভূমিকম্পে ১ হাজারের বেশি মৃত্যু, আফগান তালিবান শাসকরা খুঁড়ছে গণকবর

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী আফগানিস্তান (Afghanistan), হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। বিবিসি জানাচ্ছে নিহতের সংখ্যা এক হাজারের বেশি। আহত হয়েছেন আরও অনেকে। পরিস্থিতি এমন যে…

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী আফগানিস্তান (Afghanistan), হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। বিবিসি জানাচ্ছে নিহতের সংখ্যা এক হাজারের বেশি। আহত হয়েছেন আরও অনেকে। পরিস্থিতি এমন যে এলাকার পর এলাকা তছনছ। আফগান শাসক তালিবান জঙ্গিরা খুঁড়ছে গণকবর।

বুধবার ভোরে দেশটিতে ভূমিকম্প হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানাচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তি আফগানিস্তানে দক্ষিণ পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে। আর ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের ঢেউ ধাক্কা মেরেছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারের বেশি এলাকায়।

রয়টার্স বলছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশ প্রবল ক্ষতিগ্রস্থ। ধ্বংস হয়ে যাওয়া বাড়ি ঘরের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।আফগানিস্তানের তালিবান জঙ্গি শাসকদের করুণ হাল। নেই তেমন কোনও পরিকাঠামো।

দেশটির শাসক তালিবান জঙ্গিদের কোনও পরিকাঠামো নেই। আফগানিস্তানের ক্ষমতা দ্বিতীয় দফায় তালিবান দখলে যাওয়ার পর থেকে এই দেশের সঙ্গে নেই কোনও দেশের কূটনৈতিক সম্পর্ক। চরম বেকারত্ব ও খাদ্য সংকটের মধ্যে পড়ে আছে আফগানিস্তান। এর মধ্যে হলো ভূমিকম্প। তালিবান শাসিত আফগানিস্তানে ফের মানবিক সাহায্য দিতে পারে কিছু দেশ। কিন্তু ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে।