পশ্চিমবঙ্গ সন্ত্রাসের ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানে এসেই দুষ্কৃতীরা আশ্রয় নেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
হনুমান জয়ন্তীতে রাজধানীতে যে ধর্মীয় অশান্তি হয় তার তদন্তে দাবি করা হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়া (Haldia) শিল্পাঞ্চল এলাকার বাসিন্দা আনসারের যোগ রয়েছে। সেই নিয়ে এবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ জানিয়েছেন, সারা দেশের আইন শৃংখলার উন্নতি হয়েছে। আগে বিহার-উত্তর প্রদেশ নিয়ে আমরা হাসাহাসি করতাম, এখন সেখানে আর এমন ঘটনা ঘটে না। ইউপি-বিহার থেকে দুষ্কৃতীরা এসে বাংলায় আশ্রয় নিচ্ছে। এমন কি এখান থেকে বাংলাদেশের অপরাধমূলক কাজ নিয়ন্ত্রণ করছে দুষ্কৃতীরা। এই পশ্চিমবঙ্গ কি চোর ডাকাতের জায়গা হয়ে যাবে? খুনি-রেপিস্টদের জায়গা হয়ে যাবে? যেখানে সাধারন মানুষের কোনও জায়গা নেই। পুলিশ কারোর গায়ে হাত দেবে না শুধুমাত্র রাজনীতির জন্য! শাসকদলের ভয়ে পিছিয়ে রয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, দিল্লির জাহাঙ্গিরপুরিতে হিংসা ছড়ানোর ঘটনায় ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার আনসার শেখ ও আসলাম শেখকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কোনও মানুষের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।