স্কুলে গ্রেনেড হামলায় আহত একাধিক পড়ুয়া

এবার গ্রেনেড হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের একটি স্কুল। আহত হলেন একাধিক পড়ুয়া। জানা গিয়েছে, শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি ধর্মীয় স্কুলে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন…

এবার গ্রেনেড হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের একটি স্কুল। আহত হলেন একাধিক পড়ুয়া। জানা গিয়েছে, শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি ধর্মীয় স্কুলে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করলে আটজন আহত হয়েছে।

পুলিশের মুখপাত্র আব্দুল বাসির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার রোদাত জেলার উসমান জোনরাইন সেমিনারিতে গ্রেনেড হামলা চালানো হয় এবং আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাজধানী কাবুলে ধর্মীয় আলেম ও প্রবীণদের তিন দিনের সমাবেশের মধ্যে এই হামলা চালানো হয়।

এদিকে, জিরগা বা গ্র্যান্ড অ্যাসেম্বলির অংশগ্রহণকারীরা গ্রেড ৭ থেকে ১২ পর্যন্ত মেয়েদের জন্য স্কুল পুনরায় চালু করা, সরকারের ধরণ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত সহ বেশ কয়েকটি বিষয়ে তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহে একটি বোমা বিস্ফোরণে নানগারহারে বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত ও আহত হন। অজ্ঞাতপরিচয় আততায়ীরা গাড়ি লক্ষ্য করে একটি চৌম্বকীয় খনি ব্যবহার করেছিল এবং বিস্ফোরণের লক্ষ্য ছিল জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান।