Covid 19: সংক্রমণ ফের মাথাচাড়া দিতেই বন্ধ করা হল একাধিক মেট্রো স্টেশন, বাস রুট

চিনে ফের হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যে একাধিক শহরে লকডাউনের ঘোষণা করেছে সরকার। এদিকে সংক্রমণ রুখতে এবার ৪০টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা…

চিনে ফের হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যে একাধিক শহরে লকডাউনের ঘোষণা করেছে সরকার। এদিকে সংক্রমণ রুখতে এবার ৪০টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করা হল বেজিংয়ে।

জানা গিয়েছে, বুধবার রাজধানী বেজিং-এ কয়েক ডজন মেট্রো স্টেশন এবং বাস রুট বন্ধ করে দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, সাংহাইয়ের মতো আর ভুল করতে চাইছে না সরকার, সেখানে দীর্ঘ কয়েকমাস ধরে লক্ষাধিক মানুষ লকডাউনের সম্মুখীন হয়েছেন।

রাজধানী ৪০টিরও বেশি সাবওয়ে স্টেশন, নেটওয়ার্কের প্রায় এক দশমাংশ এবং ১৫৮টি বাস রুট বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে সার্ভিস প্রোভাইডাররা। স্থগিত হওয়া স্টেশন ও রুটগুলির বেশিরভাগই চাওইয়াং জেলায় রয়েছে, যা বেইজিংয়ের কেন্দ্রস্থল।

বেইজিং কভিড-১৯ এর বিস্তারের জন্য উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে, রেস্তোঁরা এবং বারগুলি কেবল টেকআউটের জন্য সীমাবদ্ধ, জিমগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাস স্থগিত করা হয়েছে। বেজিং চিড়িয়াখানা সহ শহরের প্রধান পর্যটন কেন্দ্রগুলি তাদের অভ্যন্তরীণ প্রদর্শনী হলগুলি বন্ধ করে দিয়েছে এবং কেবলমাত্র আংশিক ক্ষমতাতে কাজ করছে।