ফের রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। জানা গিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে রাজভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
সূত্র মারফত খবর, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনা চান রাজ্যপাল। রাজভবনে তরফ থেকে জারি করা এক বিবৃতি অনুযায়ী, ‘সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য যথেষ্ট উদ্বিগ্নের। হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের গণ হত্যার ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনি হওয়া উচিত, রাস্তায় নেমে এভাবে বিক্ষোভ দেখানোটা কাম্য নয়।’
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের বগটুই-এর গণহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে একাধিক সাক্ষীকে জেরা করেছেন সিবিআই-এর আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিতিভি ফুটেজও।
Guv has expressed concern at CM Smt. Mamata Banerjee stance to “hit the streets in protest”on CBI probe #RampurhatViolence, ignoring that CBI investigation is ordered & monitored by the Hon’ble High Court at Calcutta. Any recourse thereof has to be lawful and not on streets. 2/3
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 29, 2022