Bharat Bandh: জাহাজের সামনে ঝাঁপ বন্দর শ্রমিকদের, বনধে স্তব্ধ তুতিকোরিন

টানা ৪৮ ঘন্টার ভারত বনধ (Bharat Bandh) ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। ব্যাংক, বিমা পরিষেবা স্তব্ধ হয়েছে সোমবার থেকে। তেমনই বিভিন্ন রাজ্যে বনধ, অবরোধ চলে। তবে…

Thoothukudi port

টানা ৪৮ ঘন্টার ভারত বনধ (Bharat Bandh) ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। ব্যাংক, বিমা পরিষেবা স্তব্ধ হয়েছে সোমবার থেকে। তেমনই বিভিন্ন রাজ্যে বনধ, অবরোধ চলে। তবে সর্বাধিক আলোচনায় আসছে বন্দর বনধ ও নাবিকদের বনধ সমর্থনের দিকটি। তামিলনাডুর তুতিকোরিন (Thoothukudi) বন্দরে জোর করে জাহাজ চলাচল আটকাতে সমুদ্রে ঝাঁপ দিলেন শ্রমিকরা।

চেন্নাইয়ের স্থানীয় সংবাদ মাধ্যম ও শ্রমিক সংগঠন সিআইটিউ তুতিকোরিন বন্দরে শ্রমিক প্রতিবাদের ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার বনধে অচল ছিল তুতিকেরিন বন্দর। মঙ্গলবার জোর করে জাহাজ চলাচলের চেষ্টা করে বন্দর কর্তৃপক্ষ। ডাকা হয় সিআইএসএফ রক্ষীদের।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সিআইএসএফ বনধ তুলতে গেলে জাহাজের সামনে ঝাঁপ দেন ৫ বন্দর শ্রমিক। তারা সাঁতরে জাহাজের সামনে চলে যান। এর পর তাদের উপর দিয়ে জাহাজ চালিয়ে নিয়ে যেতে চাননি ক্যাপ্টেন। বন্দর কর্তৃপক্ষ রণে ভঙ্গ দেয়। শ্রমিকদের এমন ছবি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোড়ন ফেলেছে।

তামিলনাডুতে অবিজেপি জোট সরকার চলছে। ক্ষমতায় ডিএমকে। এই জোটের অন্যতম শরিক কংগ্রেস ও সিপিআইএম। বাম শ্রমিক সংগঠন সিটু তাদের ফেসবুক পেজে তুতিকোরিন বন্দরের অভিনব শ্রমিক প্রতিবাদ তুলে ধরেছে। এর পরেই দক্ষিণের সংবাদ মাধ্যমগুলি এই খবর প্রকাশ করে।