Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে লড়তে হাজার হাজার মিসাইল পাঠাল জার্মানি

ইউক্রেনের যুদ্ধ (Ukraine War) আরও বড় আকার নিতে চলেছে। রুশ হামলার মোকাবিলা করতে এবার ইউক্রেন সরকারকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সরবরাহ করল জার্মানি। সংবাদ সংস্থা রয়টার্স…

Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে লড়তে হাজার হাজার মিসাইল পাঠাল জার্মানি

ইউক্রেনের যুদ্ধ (Ukraine War) আরও বড় আকার নিতে চলেছে। রুশ হামলার মোকাবিলা করতে এবার ইউক্রেন সরকারকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সরবরাহ করল জার্মানি।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, জার্মানি সরকার দেড় হাজার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। আর আছে ১০০টি মেশিনগান। অই অস্ত্র সম্ভার ইউক্রেনে পৌঁছেছে।

বিবিসি জানিয়েছে জার্মানির বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইউক্রেনে আরও স্ট্রেলা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। যেসব অঞ্চলে কূটনৈতিক বিরোধ চলে, সে সব অঞ্চলে অস্ত্র না পাঠানোর নীতি রয়েছে জার্মানির। তবে ইউক্রেনের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা গেল।

জার্মানির বিদেশমন্ত্রী বেয়ারবক বলেন, এই পরিস্থিতিতে জার্নানি সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের মধ্যে একটি। এতে যে আমরা গর্বিত, তা নয়। তবে ইউক্রেনকে সাহায্য করার জন্য আমাদের এটি করতে হবে।

Advertisements

ইউক্রেনের জমিতে ভয়াবহ হামলা করছে রাশিয়া। উঠছে গণহত্যার অভিযোগ। ইউক্রেনের রুশভাষী এলাকা ইতিমধ্যেই রাশিয়ার কব্জায়। দেশটির রাজধানী কিয়েভ এখনও দখল করতে পারেনি রুশ সেনা। তবে মারিউপোল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে।

রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাষ্ট্রসংঘের তরফে যুদ্ধ বন্ধ করার বার্তা এসেছে। তবে রাশিয়ার সেনা অভিযান চলছে।