IPL: চেন্নাই-এর বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ ? কী জানালেন কেকেআর কোচ ?

আজ থেকে শুরু আইপিএল (IPL)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আপাতদৃষ্টিতে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ…

আজ থেকে শুরু আইপিএল (IPL)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আপাতদৃষ্টিতে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু এই ম্যাচ প্রতিশোধের। কারণ গত বছর ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরে ট্রফি হাতছাড়া করেছিল কেকেআর। যদিও নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম এই ম্যাচকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখতে রাজি নন। 

সিএসকে-র বিরুদ্ধে কলকাতার রেকর্ড মোটেও ভাল নয়। এরমধ্যে শনিবার মাঠে নামার আগে চিন্তা নাইট শিবিরে। পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার জন্য প্রথম পাঁচ ম্যাচে থাকবেন না প্যাট কামিন্স। এখন জানা যাচ্ছে টিম সাউদিকেও পাওয়া যাবে না। ফলে প্রথম ম্যাচে ভারতীয় জোরে বোলারদের উপর ভরসা করছে কেকেআর। ম্যাকালাম-এর কথায়, “প্রথম ম্যাচে টিম সাউদি নেই। ভারতে ওর আসতে দেরি হয়েছে। তাই আমরা ভারতীয় বোলারদের উপরেই ভরসা রাখছি। উমেশ যাদব রয়েছে। ওকে নিলামে নিয়ে আমাদের ভালই হয়েছে। শিবম মাভিকেও খেলাতে পারি। এর পর স্পিনারদের ব্যবহার করা হবে। কারা ওপেন করতে চলেছে সেটা এখনই বলব না। তবে এটা বোঝার জন্য কোনও বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। অনেকেরই দক্ষতা আছে ওপেন করার। কিন্তু সেগুলো কাজে লাগানোই আমার আসল কাজ। কিছু দিন পরেই অ্যারন ফিঞ্চ আসবে। তখন আমাদের ব্যাটিং আরও শক্তিশালী হবে।” 

এক সাংবাদিক সম্মেলনে ম্যাকালাম জানিয়েছেন, “প্রতিশোধ বলে কোনও শব্দ আমার অভিধানে নেই। ফাইনালে আমরা দারুণ খেলেছিলাম। চেন্নাইও ভাল খেলেছে। গত মরসুমে অনেক সমস্যার মধ্যেও ছেলেদের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। মাঝের পর্বে আমাদের অবস্থা মোটেও ভাল ছিল না। সেখান থেকে ফাইনালে পৌঁছনো সহজ কথা নয়। হয়তো জিতিনি, কিন্তু ভাল খেলেছি। চেন্নাইয়েও সম্প্রতি নেতৃত্বে বদল হয়েছে। রবীন্দ্র জাদেজা অধিনায়ক হয়েছে। তবে ওর পিছনে মহেন্দ্র সিং ধোনিও রয়েছে। তবুও জয় দিয়ে শুরু করতে চাই।”