Ukraine War: ইউক্রেন যুদ্ধ নিয়ে G7 শীর্ষ সম্মেলনের আহ্বান জার্মানির

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সরব সমগ্র ইউরোপ৷ রাশিয়ার বিরুদ্ধে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা৷ অর্থনীতির দিক থেকে রাশিয়াকে চাপে রাখতে ইউরোপ ও আমেরিকা মিলে কোমর বেঁধে…

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সরব সমগ্র ইউরোপ৷ রাশিয়ার বিরুদ্ধে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা৷ অর্থনীতির দিক থেকে রাশিয়াকে চাপে রাখতে ইউরোপ ও আমেরিকা মিলে কোমর বেঁধে আসরে নেমে পড়েছে৷ ইউক্রেনের সমর্থনেও প্রায় গোটা বিশ্ব সম্মিলিত৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের জন্য G7 নেতাদের আলোচনায় বসার আহ্বান জানাল জার্মানি৷

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ২৪ মার্চ একটি শীর্ষ সম্মেলনের ডাক দিয়েছেন৷ এর জন্য গ্রুপ অফ সেভেন (G7) দেশগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ ব্রাসেলসে বসবে বৈঠক৷ তাঁর মুখপাত্র একটি সংবাদ সম্মেলনে বলেন, “এই বৈঠকতে বর্তমান ইস্যু, বিশেষ করে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হবে।”

   

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া৷ তারপর থেকে যুদ্ধ চছেই৷ রাজধানী কিয়েভ দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে রুশ সেনা৷ ইউক্রেনের সরকারি সূত্রে খবর, মরিয়া রুশ সেনা এবার সাধারণ মানুষকেও টার্গেট করছে৷ হামলা চালানো হচ্ছে আবাসনেও৷ সম্প্রতি এক থিয়েটারে হামলা চালায় রাশিয়া৷ সেখানে শতাধিক মানুষ ছিলেন৷ হতাহতের আশঙ্কা বহু৷ এছাড়া ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রুটির জন্য দাঁড়িয়ে ছিল এক দল ইউক্রেনীয়। সেখানেই হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।