প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে অভিযান FBI-এর

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে হানা দিল এফবিআই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ফ্লোরিডায় তার ‘Mar-a-Lago’ বাসভবনে এফবিআই এজেন্টরা ‘অভিযান’ চালাচ্ছে। ঘটনাকে…

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে হানা দিল এফবিআই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ফ্লোরিডায় তার ‘Mar-a-Lago’ বাসভবনে এফবিআই এজেন্টরা ‘অভিযান’ চালাচ্ছে। ঘটনাকে তিনি বিরোধীদের চক্রান্ত বলেছেন।

যদিও ঠিক কী কারণে ট্রাম্পের বাড়িতে এই তল্লাশি অভিযান তা বলেননি এফবিআই-এর এজেন্টরা। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “ফ্লোরিডার পাম বিচে তার সুন্দর বাড়ি মার-এ-লাগো বর্তমানে তাঁর হেফাজতে নেই, অভিযান চলছে এবং এফবিআই এজেন্টদের একটি বড় দল দখল করেছে।

   

মার-এ-লাগোর ফুটেজে দেখা গেছে, ওই সম্পত্তির বাইরে পুলিশের গাড়ি রয়েছে। এই মার্কিন নেতার সমর্থকরাও বাইরে জড়ো হয়ে ট্রাম্পের নাম সম্বলিত ব্যানার বা তার মুখ দিয়ে আমেরিকান পতাকা উত্তোলন করেন।

Advertisements

 এফবিআইয়ের ওই অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ছিলেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News