ইউক্রেনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ হয়েছে দাবি ইউরোপিয়ান পার্লামেন্টের

   ট্রেন স্টেশনে হামলায় কমপক্ষে ৫০ জন নিহতের কথা জানিয়েছে ইউক্রেন সরকার। রুশ হামলার এই প্রেক্ষিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটসোলা বলেন, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক…

 

 ট্রেন স্টেশনে হামলায় কমপক্ষে ৫০ জন নিহতের কথা জানিয়েছে ইউক্রেন সরকার। রুশ হামলার এই প্রেক্ষিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটসোলা বলেন, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

 

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মেটসোলা আরও জানিয়েছেন, ইউরোপ কিন্তু এখনও তড়িৎগতিতে যন্ত্র বা আর্থিক সহায়তা দিচ্ছে না। আমরা তাদের (ইউক্রেন) পাশে দাঁড়াবো বা আমরা পিছু হটবো না, এমন সিদ্ধান্ত কিন্তু আমাদের নিতে হবে। তিনি আরও বলেন, ইউরোপও এ যুদ্ধের তহবিল যোগাচ্ছে। সেটা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হতে পারে। আগে থেকে এ যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা না করার দায়ভারও নিতে হবে ইউরোপকে।

 

তিনি বলেন, আমরা কেন পুতিন, তার পরিবার ও অন্য ধনকুবের, যারা কিনা পুতিনকে সমর্থন করে, তাদের হাতে আমাদের পাসপোর্ট তুলে দিচ্ছি? আমাদের দেশগুলোতে তাদের গোপন সম্পদ রাখার সুযোগ করে দিচ্ছি আমরা। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে এমনটা আর ঘটবে না

 

ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে রবারতা মেটসোলা বলেন, পার্লামেন্টের কাছে এটা পরিষ্কার। ইউক্রেনের স্থান ইউরোপেই।