Ukraine Crisis: জরুরি অবস্থা জারি, ইউক্রেনের উপর যে কোনও মুহূর্তে হামলা করবে রাশিয়া!

রুশ আগ্রাসন বাড়ছে ইউক্রেনে। বাড়ছে হামলার আশঙ্কা। আর সেই কারণেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করল ইউক্রেন সরকার। এর পাশাপাশি রাশিয়ায় স্থিত ইউক্রেনের নাগরিকদের দ্রুত ফিরে…

Russia-Ukraine Crisis

রুশ আগ্রাসন বাড়ছে ইউক্রেনে। বাড়ছে হামলার আশঙ্কা। আর সেই কারণেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করল ইউক্রেন সরকার।

এর পাশাপাশি রাশিয়ায় স্থিত ইউক্রেনের নাগরিকদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ায় পর্যটনও বাতিল করছে ইউক্রেন সরকার। মোটের উপর রাশিয়ার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছেদে ততপর ইউক্রেন প্রশাসন। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দূতাবাস থেকে কর্মীদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়া।

সূত্রের খবর, সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের উপর পুরোদস্তুর হামলা চালাবে রাশিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের এমন মন্তব্যে বিশ্ব জুড়ে আবার শোরগোল পড়ে গেল। একইসঙ্গে ফের জ্বালানি মূল্যে লাগল আগুন। অস্ট্রেলিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। তিনি রাশিয়ার এমন পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছেন। মরিসন বলেন, ইউক্রেনে পুরোমাত্রায় হামলার জন্য রাশিয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

এর আগে জার্নান গোয়েন্দা বিভাগ যে দিন বলেছিল সেই দিনই সাইভার হামলায় পর্যুদস্তু হয় ইউক্রেন। তার পরেই দেশটির দুটি রাজ্য নিজেদের দখলে জুড়ে নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের সীমাম্ত পার করে ১৫ কিলোমিটারের বেশি ঢুকেছে রুশ ট্যাংক বহর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,’ আমাদের বিশ্বাস, তইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে এগোচ্ছে রুশ সেনা। যেখানে ২ কোটি ৮০ লাখ মানুষ বসবাস করে। ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।