Arindam going to Spain: স্পেনের মাঠে দেখা যাবে গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে! জানুন সত্যিটা

Arindam Bhattacharya

ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে গত মরশুম’টা ভালো যায়নি গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharya)। তার আগের মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরম্যান্স দিয়ে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। কিন্তু তারপর সবুজ মেরুন ম‍্যানেজমেন্টের তরফে দেওয়া প্রস্তাব পছন্দ না হলে ইস্টবেঙ্গলে যোগ দেন। অধিনায়ক হিসেবে লাল হলুদে জার্নি’টা ভালো যায়নি। তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিলো। এবার দারুণ প্রত‍্যাবর্তন করার উদ্দেশ্যে নিজের খরচে স্পেনে প্রস্তুতি নিতে যাচ্ছে অরিন্দম।

প্রথমে মাদ্রিদে যাবে বলে ঠিক করলেও পরবর্তী সময়ে সেটা সম্ভব হয়নি, তাই শেষ অবধি স্পেনের দক্ষিণে মারবেলায় প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা নেন অরিন্দম।অপেক্ষায় আছেন ভিসা আসার।তারপর ৭ থেকে ১০ দিনের মধ্যে রওনা দেবেন এই বাঙালি গোলকিপার।

   

অফসিজনে সবসময় নিজেকে তৈরী রাখেন অরিন্দম।এর আগে ক্লাবের হয়ে বিদেশে প্রশিক্ষণ নিলেও এই প্রথম বার পুরোপুরি নিজের খরচায় প্রস্তুতি নিতে যাচ্ছেন তিনি। এবার কলকাতার সহ তিনটি ক্লাবের প্রস্তাব আছে তার কাছে,কিন্তু এখনো কোনও স্থায়ী সিদ্ধান্তে আসেননি তিনি।তিনি যে ফুরিয়ে যাননি তার বার্তা দিতেই এবার মরিয়া লড়াই শুরু বঙ্গ গোলকিপারের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন