লক্ষ্য পঞ্চায়েত ভোট, দুর্নীতিতে জর্জরিত সরকারের হয়ে বার্তা দিতে মমতার সফর

সোমবার থেকে দুই বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ গত এক দশক ধরে ক্ষমতায় থাকার পর এখন হঠাৎ শিল্পের দিকে জোর দিতে চাইছেন…

Mamata Banerjee addressing a public gathering

সোমবার থেকে দুই বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ গত এক দশক ধরে ক্ষমতায় থাকার পর এখন হঠাৎ শিল্পের দিকে জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে মহাসমারোহে বিশ্ব বাণিজ্য সম্মেলনের বহর দেখে অনেকেই বলেছেন এবার রাজ্যে শিল্পে খুঁটি পুজো শুরু। কিন্তু তা এখন পুরোটাই অতীত।

এই মুহুর্তে রাজ্যে শিল্প একেবারে আইসিইউতে চলে গেছে৷ বিশেষ করে আসানসোল-দুর্গাপুর এলাকায় বন্ধ হয়ে পড়ে রয়েছে এমএএমসি, বিওজিএল, সাইকেল কর্পোরেশনের মতো একাধিক সংস্থা। ধুঁকছে হিন্দুস্তান কেব্লসের মতো আরও কয়েকটি। এর জন্য কেন্দ্রের সরকারের কাছে সেভাবে তদ্বির করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। এর পাশাপাশি দুর্গাপুর স্টিল প্লান্টের অবস্থাও খুব একটা ভালো নয়। এছাড়াও যে সমস্ত কারখানা খোলা রয়েছে, সেখানে সিন্ডিকেটের দৌড়াত্ম্য এবং শাসক দলের চোখ রাঙানি।

২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে জাতীয় রাজনীতিতে পা বাড়াতে চায় তৃণমূল। এই সময় অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করতে গেলে কৃষির পাশাপাশি শিল্পের প্রয়োজন তা ভালো করেই বুঝতে পেরেছেন মমতা বন্দোপাধ্যায়। কিন্তু সিঙ্গুর ফিরে যাওয়া টাটার গল্প শুনে শিল্পপতিরা প্রতিবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে মুখে বিনিয়োগের কথা বললেও কাজে দেখাননি।

এটা শুধু দুর্গাপুর-আসানসোল নয়, সারা রাজ্যে একই অবস্থা৷ ওই গোটা বর্ধমান জেলা এখন কয়লা পাচার এবং বালি পাচারের সঙ্গে যুক্ত কারবারিদের বিচরনভূমি হয়ে দাঁড়িয়েছে। শিল্পের সঙ্গে মার খাচ্ছে কৃষিও। বাড়ছে আত্মঘাতী কৃষকের সংখ্যা৷ এর সঙ্গে জেলায় জেলায় সিন্ডিকেট গড়ে ওঠাতেও বেজায় অখুশি বিনিয়োগকারীরা।

এর আগে হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দলের কর্মীদের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সোমবার পূর্ব বর্ধমানের কর্মসূচি সেরে মঙ্গলবার শিল্পাঞ্চলে থেকে প্রশাসনিক সভা ও কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই সফরে শিল্প নিয়ে কোনও বার্তা দেবেন মমতা চলছে আলোচনা