East Bengal-emami: ৭০-৮০ শতাংশের মধ্যে চূড়ান্ত চুক্তির সম্ভাবনা

ক্লাবের শেয়ার নিয়ে দড়ি টানাটানি চলতে পারে। ক্লাব এবং কোম্পানির (East Bengal-emami) মধ্যে মালিকানার ভাগাভাগি কতো শতাংশের মধ্যে হবে সে ব্যাপারে ফের আলোচনা হতে পারে।…

East-Bengal-Emami-agreement

ক্লাবের শেয়ার নিয়ে দড়ি টানাটানি চলতে পারে। ক্লাব এবং কোম্পানির (East Bengal-emami) মধ্যে মালিকানার ভাগাভাগি কতো শতাংশের মধ্যে হবে সে ব্যাপারে ফের আলোচনা হতে পারে।

আগে সংবাদ মাধ্যমে উঠে এসেছিল, ইমামির পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ৮০ শতাংশ শেয়ার দাবি করা হয়েছে। কোম্পানির এই দাবি নিয়ে লাল হলুদ ক্লাব কর্তারা এক মত হয়তো নন। আশি শতাংশ শেয়ার তাঁরা সম্ভবত ছাড়তে চাইবেন না।

ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা ক্লাবের ৭০ শতাংশ শেয়ার ছাড়লেও ছাড়তে পারেন। অন্য দিকে কোম্পানির তরফে বলা হয়েছিল, আলোচনার মাধ্যমে সমঝোতা করার পক্ষে রয়েছে তারা। ফলত ক্লাবের মালিকানা নিয়ে দুই তরফে ভিন্ন ভিন্ন দাবি থাকলেও আলোচনার জন্য বৈঠকখানার দরজা খোলা রয়েছে।

Advertisements

বল এখন ইস্টবেঙ্গলের কোর্টে। গত দুই মরশুমে দলের পার্ফরম্যান্স একেবারেই বলার মতো নয়। নতুন বিনিয়োগকারীর হাত ধরে সমর্থকরা নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন। কোনো কারণে তাদের প্রত্যাশা পূরণ না হলে কর্তারা পড়তে পারেন লাল হলুদ জনতার রোষের মুখে।