ভালো কিছু হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। আবার খারাপটাও হতে পারে। দুটোই জানিয়ে রাখা হয়েছে ইমামির (Emami) পক্ষ থেকে। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) খসড়া চুক্তি পত্র আসার কথা ছিল। সেটা আসেনি। খবরটা ক্লাবের বাইরে আসার পরেই জল্পনা শুরু হয়েছিল। ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যত ঠিক কী সে জানতে ফুটবল প্রেমীরা উৎসাহী। বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছিল।
ইমামির তরফে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে এটা ধরে নিয়েই এখনও এগোনো হচ্ছে। কোম্পানি কর্তারা মনোভাব এখনও ইতিবাচক। তবে কোনো কারণে দুই পক্ষ যদি সম্মত না হয় সেক্ষেত্রে দেখা দিতে পারে সমস্যা।
ইতিবাচক দিক যেমন রয়েছে তেমনই আশঙ্কা করার মতো বিষয়ও রয়েছে। কারণ, চুক্তি যদি ক্লাব কর্তাদের পছন্দ না হয় তাহলে কোম্পানিও নিজেদের মনোভাব বদল করতে পারে। এমনকি শেষ পর্যন্ত চুক্তিটা নাও হতে পারে। অর্থাৎ, সেই একই তিমিরে এসে পড়তে পারে ইস্টবেঙ্গল ক্লাব।
গতকালই জানা গিয়েছিল যে সামনের সপ্তাহে ক্লাবের ভবিষ্যত আরও স্পষ্ট হতে পারে। আপাতত আশা আশঙ্কাতে দিন কাটাতে হবে লাল হলুদ জনতাকে।