কোনও প্রকার বিলম্ব নয়, এমন বিরাট মাপের চুক্তির কাজ সাড়তে সময় লাগে খানিকটা, চলতি ইস্টবেঙ্গল-ইমামি (East Bengal-Emami) চুক্তি হতে এতো সময় লাগার বিষয়ে এমনটাই জানিয়েছেন ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল ।
এখনও অবধি স্পষ্ট নয়, চুক্তিতে কাদের ভাগে কত শতাংশ থাকতে চলেছে সেই বিষয়টাও স্পষ্ট নয়। আদিত্যের কাছে এবিষয় জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন তার কাছেও এবিষয়ে ধারনা স্পষ্ট নয়।তবে আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে বিষয়টা।
আইনি ব্যক্তিরা তৈরী করেন চুক্তির খসড়া পত্র।এবিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও আরও সবদিক খতিয়ে দেখতে চাইছেন তারা।তাই চুক্তিপত্র পাঠানোর আগে খানিকটা সময় লাগছে।
বর্তমানে দলবদলের বাজারে যেভাবে প্রতিটি দল আগ্রাসন দেখাচ্ছে, সেখানে লাল হলুদের সমর্থক’রা খানিকটা চিন্তিত ঠিক কতোটা শক্তিশালী দল গড়তে পারবে, তা নিয়ে।এক্ষেত্রে শোনা যাচ্ছে ইতিমধ্যে বেশ কিছু ফুটবলারের সাথে সই করে ফেলেছে ক্লাব,আলাদা করে কোনও চিন্তার কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন তিনি।এছাড়া জানিয়েছেন লাল হলুদের সমস্ত ফুটবল কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে ইমামি।তাহলে ইস্টবেঙ্গল সমর্থক’দের আর যে খুব একটা অপেক্ষা করতে হবেনা, সেটা খানিকটা স্পষ্ট এবার।