Ukraine Crisis: ইউক্রেন নিয়ে মুখ খুললেন ট্রাম্প, কী বললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট?

ইউক্রেন হামলা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সগর্বে উল্লেখ করে বলেছেন, আমেরিকায়…

ইউক্রেন হামলা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সগর্বে উল্লেখ করে বলেছেন, আমেরিকায় যদি তাঁর প্রশাসন থাকত তবে ইউক্রেন নিয়ে কোনও সমস্যা হত না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একটি বিবৃতিতে তিনি বলেন, “যদি সঠিকভাবে পরিচালনা করা হত, তাহলে ইউক্রেনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনওভাবেই হত না। আমি ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করেই জানি। তিনি এখন যা করছেন তা ট্রাম্প প্রশাসনের সময় কখনই করতেন না।”

কিছুদিন আগে প্রাক্তন কেজিবি গুপ্তচর ও বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন ভেঙে দিয়েছেন ইউক্রেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ইউক্রেনের বড় অংশ এখন রাশিয়ার দখলে। ঘটনায় বিশ্ব জুড়ে প্রবল শোরগোল। ইউক্রেনের যে দুটি রাজ্যকে রাশিয়া নিজের দখলে নিয়েছে সেখানে রুশ বাহিনীকে মোতায়েন রাখার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি রাশিয়া লাগোয়া পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মূলত এই দুই অঞ্চলে ‘শান্তি নিশ্চিত’ করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি।