রাজ্যসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী মহারাজ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে শুক্রবার নৈশ্যভোজ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই সৌরভের রাজনৈতিক ডেবিউ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। সময়…

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে শুক্রবার নৈশ্যভোজ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই সৌরভের রাজনৈতিক ডেবিউ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। সময় গড়াতে সেই জল্পনা বদলে যায়। শোনা যায় রাজ্যসভার সাংসদ হিসাবে উঠে আসছে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাম। সোমবার সেই জল্পনা একধাপ বাড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার দিলীপ ঘোষ বলেন, ভালো কথা। বাংলা থেকে কাউকে বেছে নেওয়া হলে ভালোই হবে! দিলীপের সেই এই কথায় সৌরভ পত্নীকে নিয়ে জল্পনা আরও একধাপ বেড়েছে। ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিজেপি মুখে কুলুপ এঁটেছে। গোটা বিষয়টাকে গোপনে রাখার প্রয়াস চলছে।

বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন অমিত শাহের প্রস্তাবে সাড়া দিয়ে এবার হয়তো সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন সৌরভ। কিন্তু তিনি তা করেননি। বরং রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নিজেকে। কিন্তু সুকৌশলে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই সখ্যতা বজায় রেখেছিলেন। পরে অবশ্য শারীরিক অসুস্থতার কারণে সরে যান।

বিধানসভা নির্বাচনের এক বছর পর বাংলায় দু দিনের সফরে এলেন অমিত শাহ। নিজেই সৌরভের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলে। শুক্রবার যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তিনি উপস্থিত হন, তখন অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাংলা বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য সহ একাধিক নেতা। তখন থেকেই জল্পনা প্রবল হয়।

এমনিতেই রাষ্ট্রপতি নির্বাচিত স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়দের মেয়াদ শেষের পথে। তাই সেই পদে ডোনাকে দেখা যেতে পারে। সেই অঙ্ক মেলাতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।