Bangladesh: ঢাকার রাস্তায় চিকিৎসক খুন, জীবন ছাড়া কিছুই নেয়নি আততায়ী

বাংলাদেশে প্রকাশ্যে খুন করা হলো চিকিৎসককে। ঢাকার মিরপুরে ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪১) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুলিশ তার দেহ উদ্ধার করে।…

বাংলাদেশে প্রকাশ্যে খুন করা হলো চিকিৎসককে। ঢাকার মিরপুরে ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪১) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুলিশ তার দেহ উদ্ধার করে।

নিহত দন্ত চিকিৎসক বুলবুলের উরুতে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের হাতে খুন হয়ে থাকতে পারেন তিনি। মৃতের মোবাইল ফোনটি খোয়া গেছে। তবে তার পকেটে ১২ হাজার টাকা পাওয়া গেছে।

ঢাকার শেওড়াপাড়ার একটি বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। মগবাজারে ডেন্টাল ক্লিনিকের মালিক তিনি। এছাড়া তিনি সাব কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন। রবিবার ভোরে তিনি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে। হাসপাতালে যাবার আগেই তার মৃত্যু হয়।

পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের দেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বজন ও বন্ধুরা জানান, ছিনতাইকারী ছাড়াও ঠিকাদারিতে সম্পৃক্ততার কারণে পূর্ব শত্রুতার জেরেও ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এজন্য পুলিশকে সব বিষয়ে মাথায় নিয়ে কাজ করার আহ্বান জানান তারা। নিহত বুলবুলের গ্রামের বাড়ি রংপুরে।