পাকিস্তানে হঠাৎ বেপাত্তা ৫০ মন্ত্রী, ইমরানের বিরুদ্ধে বন্দি করার অভিযোগ

আইনি কৌশলে আপাতত তিনদিনের জন্য বাড়তি অক্সিজেন পেয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সপ্তাহের শুরুতেই সোমবার অধিবেশনে শুরু হলে ইমরানকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে।…

Pakistan's PM Khan

আইনি কৌশলে আপাতত তিনদিনের জন্য বাড়তি অক্সিজেন পেয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সপ্তাহের শুরুতেই সোমবার অধিবেশনে শুরু হলে ইমরানকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলে কী হবে তা এখনও পরিষ্কার নয়। যদিও পাক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে যাই হোক না কেন, তিনি কোনওভাবেই পদ ছাড়বেন না।

এরইমধ্যে গুজব রটেছে স্বামীর কুর্সি টিকিয়ে রাখতে কালা জাদুর আশ্রয় নিয়েছেন ইমরানের স্ত্রী বুশরা। শোনা যাচ্ছে অনাস্থা প্রস্তাবের আগেই নাকি পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের ৫০ জন মন্ত্রীর দেখা মিলছে না।

পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের দাবি, কয়েকদিন ধরে ৫০ জন মন্ত্রীর খোঁজ নেই। এদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী এবং ১৯ জন বিশেষ সহকারী রয়েছেন। আছেন বেশ কয়েকজন পরামর্শদাতা। শোনা যাচ্ছে, এই মন্ত্রীরা ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন। তাঁদের ভোট আটকাতেই ইমরান ওই মন্ত্রীদের কোনও গোপন ডেরায় আটকে রেখেছেন। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি না মেটা পর্যন্ত তাঁদের মুক্তি দেওয়া হবে না। এই ঘটনায় পাক রাজনৈতিক মহল সরাসরি ইমরানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

বেশ কিছুদিন ধরেই একাধিক সমস্যায় জেরবার হয়ে উঠেছেন ইমরান। তাঁর আমলে দেশের অর্থনীতি, বিদেশনীতি সবকিছুরই অবনতি হয়েছে বলে বারে বারে অভিযোগ উঠেছে। এমনকী, সেনাবাহিনীর সঙ্গেও ইমরানের সম্পর্ক মধুর নয়।

পাকিস্তানের শাসক দলের সঙ্গে সেনার সম্পর্ক যদি ভাল না হয় তাহলে ক্ষমতা টিকিয়ে রাখা যে কার্যত অসম্ভব সেটা আগেও একাধিকবার প্রমাণ হয়ে গিয়েছে। বিরোধীরা ইমরানের বিরুদ্ধে অনাস্থা আনবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাঁর দলের একাধিক নেতা ও মন্ত্রী সেই অনাস্থা প্রস্তাব সমর্থন করতে চলেছেন বলেই খবর।

এরই মধ্যে দেশের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাট্টকের মত প্রথম সারির মন্ত্রীরা ইমরানের পাশে আছেন বলে জানা গিয়েছে।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য শুক্রবার প্রাক সংসদের অধিবেশনে অনাস্থা প্রস্তাব পেশ করার কথা ছিল। কিন্তু অধিবেশনের শুরুতেই পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা তথা সাংসদ খায়াল জামানের মৃত্যুতে তাঁর প্রতি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ২৮ মার্চ বিকেল ৪ টে পর্যন্ত সংসদ মুলতুবি করে দেওয়া হয়। অর্থাৎ আগামী সোমবার বিকেল ৪ টে পর্যন্ত ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা যাবে না।