যশবন্ত সিনহাকে অপদস্ত করছেন মমতা, বিস্ফোরক দিলীপ

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী শিবিরে ক্রমাগত জলঘোলা শুরু হয়েছে৷ বিরোধী শিবিরের একাধিক সাংসদ বা বিধায়ক যশবন্ত সিনহাকে সমর্থন করতে নারাজ৷ “বিজেপি আগে বললে ভেবে দেখতাম”,…

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী শিবিরে ক্রমাগত জলঘোলা শুরু হয়েছে৷ বিরোধী শিবিরের একাধিক সাংসদ বা বিধায়ক যশবন্ত সিনহাকে সমর্থন করতে নারাজ৷ “বিজেপি আগে বললে ভেবে দেখতাম”, একথা বলে জল্পনা বাড়িয়ে স্বয়ং বিরোধী জোটের অন্যতমি কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরের চাপা আগুনে ঘি ঢাললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

মঙ্গলবার রাজ্যে প্রচারে এসেছেন দ্রৌপদী মুর্মু৷ তখনই তৃণমূলকে কড়া বাক্যবাণে বিদ্ধ করতে পিছপা হলেন না দিলীপ ঘোষ৷ তিনি বলেন, একজন প্রথম আদিবাসী মহিলা আমাদের দেশে রাষ্ট্রপতির আসন আলোকিত করবেন৷ সারা দুনিয়া দেখছে আজ ভারতের উত্থান কী করে হয়েছে! বিবেকানন্দের নির্দেশকে পালন করে এগিয়ে চলেছেন মোদী জী৷ আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, আগে বললে ভেবে দেখতাম৷ অথচ আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তাঁর সংযোজন, মজার ব্যাপার হল তিনি যাকে প্রার্থী করলেন, তার দলের সহ-সভাপতি তাঁরই মনোনয়নের সময় তিনি যাননি৷ আমাদের দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও এনডিএর নেতৃত্ব৷ এর থেকে বোঝা যাচ্ছে কে রাজনীতি করছে। আর কে আসল লড়াই করছে।

এরপরেই দিলীপ ঘোষ বলেন, যশবন্ত সিনহা বিভিন্ন রাজ্যে প্রচারে যাচ্ছেন। অথচ তাঁকে এই রাজ্যে প্রচারে আসতে দেওয়া হচ্ছে না। একটা লোককে এভাবে অপদস্ত করার কি মানে হয়! আমি বলছি দিদিমণির মনে কষ্ট করার প্রয়োজন নেই। ওনার দলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন।