Kim jong Un: দেশে করোনা ঢুকেছে জেনে সেনাবাহিনী নামালেন ‘স্বৈরাচারী’ কিম

324
Kim Jong un Coronavirus

অবশেষে স্বীকারোক্তি। উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন (Kim jong Un) জানিয়েছেন দেশে করোনা আক্রান্ত ব্যক্তির হদিস মিলেছে! এর ফলে প্রথমবার উত্তর কোরিয়া সরকার স্বীকার করে নিল তাদের দেশ করোনা সংক্রমিত।

বিশ্বজুড়ে প্রবল করোনা সংক্রমণের সময়ে বারবার উত্তর কোরিয়া দাবি করেছিল সে দেশ সংক্রমণ মুক্ত। কিন্তু এই দাবি মানতে চায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক করোনা বিশেষজ্ঞরা। বরং বলা হচ্ছিল উত্তর কোরিয়ার করোনা সংক্রমণ চাপা দিতে মরিয়া কিম।

এদিকে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএনএ জানাচ্ছে, দেশের সর্বময় শাসক কিম জং উন করোনা নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করেছেন। জারি হয়েছে জরুরি অবস্থা। নামানো হয়েছে সেনাবাহিনী।

কেসিএনএ জানাচ্ছে, রাজধানী পিয়ংইয়ংয়ে এক ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলেছে। সংক্রমণের খবর পেতেই নিজ দল উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সর্বময় শাসক কিম জং উন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সংক্রমণ রুখতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি হবে।

বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে উত্তর কোরিয়া। তাদের একমাত্র চিনের সঙ্গে। দুই দেশের মধ্যে সীমান্ত দিয়ে লেনদেন হয়। চিন থেকে করোনা সংক্রমণের ভয়াবহ সময়ে উত্তর কোরিয়ায় করোনা প্রবেশ ছিল অবধারিত। কিন্তু সেই কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া। পরে তারা চিনের সঙ্গে সীমান্ত বন্ধ করে।