ব্যস্ত সময় ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। টেরেটি বাজারে (Terreti Market) পরপর দোকানে আগুন (Fire)। কি থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে দমকলের অনুমান কাঠের গুদাম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে তা সুনিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। সন্ধে আটটা দশ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা।অগ্নিকাণ্ডের ঘটনায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ। ঘটনারস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। কথা বলেন দমকল আধিকারিকদের সঙ্গে।
স্থানীয় সূত্রের খবর, যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। দ্রুত মার্কেটের ভেতরে থাকা মানুষদেরকে বাইরে বার করে নিয়ে আসা হয়। আশেপাশে এলাকায় একাধিক লাইটের দোকান রয়েছে দীপাবলীর আগে স্বাভাবিকভাবে দোকানগুলিতে ভিড় ছিল। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে রবীন্দ্র সরণীর যান চলাচল।
ঘটনাস্থলে রয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ বউ বাজার থানার পুলিশ একইসঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল। আগুনের উৎসস্থল খুঁজে বার করে আগুনকে নিয়ন্ত্রণে আনায় এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দমকল কর্মীদের কাছে।
দীপাবলীর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় দোকানের জিনিসপত্র বার করতে পারেনি বহু ব্যবসায়ী। কালীপুজোর আগে লাইটের দোকানগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বলে জানান দোকানের মালিকরা।কি থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় ব্যবসায়ী সূত্রে খবর শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
প্রসঙ্গত ২০২২ সালে ২৬ নভেম্বর টেরিটি বাজারে একটি বাড়িতে আগুন লাগে। প্রায় একশ বছরের পুরনো সেই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ইঞ্জিন পৌঁছতে বাধা পেতে হয়।