তৃণমূলে গঙ্গার সঙ্গে ড্রেনের জল মিলেমিশে একাকার: দেবাংশু

বরাবর নিজের চাঁচাছোলা ভাষার জন্য সংবাদ শিরোনামে থাকতে ভালোবাসেন তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তৃণমূল সরকারের ১১ বছর পূর্তির আগেই রবিবাসরীয় দুপুরে কার্যত বোমা ফাটালেন দেবাংশু।

Advertisements

ফেসবুক পোস্টে তৃণমূলের যুব সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য দেবাংশু লেখেন, ‘গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ, ধান্দাবাজবিহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল। আপনরাই দলের সম্পদ। তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! একটা দল বিপুলভাবে ফিরে এলে, কিছু যায়গায় এটা হওয়া স্বাভাবিক। তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পেছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা।’

   

তৃণমূলে গঙ্গার সঙ্গে ড্রেনের জল মিলেমিশে একাকার: দেবাংশু

এদিকে সরকারের একাদশতম বর্ষপূর্তিতে একাধিক কর্মসূচি রয়েছে শাসক দলের৷ শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। শহরের বুকে পড়ল একাধিক পোস্টার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements