বালুকা নয়, মাটির সৈকত; কোলাহল থেকে দূরে ছুটি কাটাতে পারেন ডাপোলি বিচে

পর্যটকদের দৌলতে নির্জন সমুদ্র সৈকত আজকাল পাওয়া ভার। তাই ইন্টারনেট অফবিট ডেস্টিনেশনের এখন খোঁজাখুঁজি চলে। এমনই এক জায়গা হল মহারাষ্ট্রের ডাপোলি বিচ। আরব সাগরের এই…

বালুকা নয়, মাটির সৈকত; কোলাহল থেকে দূরে ছুটি কাটাতে পারেন ডাপোলি বিচে

পর্যটকদের দৌলতে নির্জন সমুদ্র সৈকত আজকাল পাওয়া ভার। তাই ইন্টারনেট অফবিট ডেস্টিনেশনের এখন খোঁজাখুঁজি চলে। এমনই এক জায়গা হল মহারাষ্ট্রের ডাপোলি বিচ। আরব সাগরের এই সৈকতের সঙ্গে মহাবালেশ্বরের মিল প্রচুর। একে কেউ কেউ মহাবালেস্বরের ক্ষুদ্র সংস্করণও বলে।

সারা বছর যাওয়া যায় ডাপোলিতে। এখানকার নিস্তব্ধ সমুদ্র শহরের কোলাহল থেকে আপনাকে মুক্তি দেবে। উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য। তবে তা সকাল বা সন্ধ্যেবেলা। দিনে সমুদ্রস্নানে ব্যস্ত থাকেন পর্যটকরা। এখানকার সমুদ্রতট শক্ত কালচে মাটির। এখান থেকে ঘুরে দেখতে পারেন গণপতি মন্দির, পরশুরাম ভূমি বরুন্দি আর সুবর্ণদর্গ কেল্লা।

কীভাবে যাবেন
কলকাতা স্টেশন থেকে কলকাতা-পুণে দুরন্ত এক্সপ্রেস। সাঁতরাগাছি স্টেশন থেকে হামসফর এক্সপ্রেস ধরতে পারেন। হাওড়া থেকে আজাদ হিন্দ এক্সপ্রেসে পুণে। সেখান থেকে যান খেদ রেল স্টেশন। সেখান থেকে গাড়ি করে ২৯ কিমি দূরে ডাপোলি। এছাড়া পুণে থেকে বাসে যেতে পারেন খানাপুর, সেখান থেকে ডাপোলি। মুম্বই থেকে ট্রেনে যেতে পারেন খেদ স্টেশনে। সেখান থেকে ডাপোলি।

Advertisements

কোথায় থাকবেন
সরকারি ও বেসরকারি দু’রকমই হোটেল ও রিসর্ট আছে বিভিন্ন দামের ও মানের। আগে থেকে বুক করে যাওয়াই ভালো।