সফট গ্লাভসে ডিল করছে CBI, অনুব্রত জেরা ইস্যুতে সরব মহ: সেলিম

এই নিয়ে দশমবার। বুধবার আরও একবার গোরু পাচার তদন্তে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে CBI, কিন্তু আজও সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন না…

cpim-leader-mohammad-selim-slams-mamata-banerjee

এই নিয়ে দশমবার। বুধবার আরও একবার গোরু পাচার তদন্তে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে CBI, কিন্তু আজও সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন না অনুব্রত৷ এবার সিবিআইয়ের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। কলকাতা ২৪x৭ এর কাছে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷

সফট গ্লাভসে ডিল করছে CBI, অনুব্রত জেরা ইস্যুতে সরব মহ: সেলিম

 

সেলিম বলেন, “সিবিআই যেভাবে সফট গ্লাভস, কিডস গ্লাভসে ডিল করছে, ইতিমধ্যেই তিনি মোদী-শাহের সন্তান হিসাবে গণ্য হচ্ছেন৷ বা মোদী ভাই, দিদি ভাইয়ের যে সেটিং হয়েছে, এটা তার অংশ৷ যে সিবিআই চিদম্বরমের বাংলোতে পাঁচিল টপকে ঢুকে যায়, তার সঙ্গে এরকম ছেলেখেলা হচ্ছে। আমরা দরকার হলে যেমন কোর্টে গিয়ে কড়া নেড়েছি, সেরকম সিবিআইয়ের দফতরে গিয়েও আমাদের অভিযান করতে হবে। কারণ, রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করা হয় না।

মহম্মদ সেলিম বলেন, একটা প্রোপাগান্ডা হিসাবে ব্যবহার করা হচ্ছে৷ প্রতিদিন অনুব্রত খবরে রয়েছে, প্রতিদিন সিবিআই খবরে রয়েছে৷ কিন্তু যা সম্পত্তি পাচার হয়ে যাচ্ছে৷ আগে কয়লা পাচার যারা করেছে, এখন পাচার করা গয়না, পাচার করা টাকা, পাচার করার সুযোগ করে দিয়েছে”৷

সফট গ্লাভসে ডিল করছে CBI, অনুব্রত জেরা ইস্যুতে সরব মহ: সেলিম

Advertisements

মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বাড়িতে যান বোলপুর হাসপাতালে একটি মেডিকেল টিম। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের কথামতো সাদা কাগজে বেডরেস্টের কথা লিখেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, অনিচ্ছা থাকলেও বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন তিনি৷

সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিম বনেন, “সর্বগ্রাসী যখন দুর্নীতি হয় তৃণমূলের আমলে, তখন দেখা গেল পিজি হোক, এসএসকেএম হোক, বোলপুর হাসপাতাল হোক, সরকারের ডাক্তার হোক, অধ্যাপক হোক, আইএএস হোক, আইপিএস, ডব্লুবিসিএস অফিসার হোক, তাঁদেরকেও দুর্নীতির প্রতিটি দুর্গন্ধময় পরিস্থিতির মধ্যে টেনে নামানো হয়৷

সফট গ্লাভসে ডিল করছে CBI, অনুব্রত জেরা ইস্যুতে সরব মহ: সেলিম

তিনি বলেন, “এটা দূর্ভাগ্য আমাদের। চিকিৎসকদেরও একইভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন একটা অংশের অধ্যাপক, শিক্ষক, উপাচার্যকে ব্যবহার করা হয়েছে। যেমন একটা অংশের আইপিএস, আইএএস, ডব্লুবিসিএসদের ব্যবহার করা হয়েছে৷ আসলে যখন নর্দমা দিয়ে নোংরা জল যায়, সেই জলটা শুধু নোংরা থাকে না৷ নর্দমাটাও নোংরা হয়ে যায়৷ আজকে রাজ্যের প্রশাসন এরকম নোংরা হয়ে গেছে”।