প্রিয় তৃণমূল নেত্রী…মনে রাখবেন হাতে সময় সাত দিন’, বিকাশরঞ্জনের চিঠিতে তীব্র চাঞ্চল্য

সিপিআইএম (CPIM) সাংসদের খোলা চিঠিতে রাজ্য জুড়ে শোরগোল। চিঠি লিখেছেন সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মাত্র…

সিপিআইএম (CPIM) সাংসদের খোলা চিঠিতে রাজ্য জুড়ে শোরগোল। চিঠি লিখেছেন সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মাত্র সাত দিন সময় দিয়েছেন বাম আমলে কলকাতায় জন্ম শংশাপত্র নিয়ে দুর্নীতির প্রমাণ দিতে। এই চিঠি রীতিমতো আইনি হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে।

চিঠিতে বিকাশবাবু লিখেছেন, ‘মনে রাখবেন মাত্র সাতদিন সময় আপনার হাতে’। এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুল কালো টাকা উদ্ধার, প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রার পর বিকাশবাবু দাবি করেন ‘চোরেদের মক্ষীরানিকে জেরা করলেই সব স্পষ্ট হবে’।

অন্যদিকে যত দুর্নীতিতে জড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ততই গত বামফ্রন্ট সরকারের আমলে বিপুল দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠান থেকে বারবার বাম আমলের ফাইলের প্রসঙ্গ আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততবারই আইনি জালে মমতাকে আক্রমণ করছেন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিকাশবাবু লিখেছেন,
“প্রিয় তৃণমূল নেত্রী ২১শে জুলাইয়ের উৎসব মঞ্চ থেকে আপনি বাম আমলের মেয়র বিকাশরঞ্জন কে জন্মশংসাপত্র সম্পর্কিত ফাইল খোলার হুমকি দিয়েছিলেন| উনি চেয়েছিলেন আপনি ঐ বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রকাশ করুন| আপনার রিপোর্ট পেলে উনি রসগোল্লা খাওয়াবার প্রতিশ্রুতি দিয়েছিলেন| আপনি রিপোর্ট প্রকাশ করতে পারলেন না| যদিও আবার ঐ অভিযোগ করলেন”|

এরপর তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আপনার স্বভাবজাত কাজ| একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছি |ঐ জন্মপত্রের ফাইল ও আপনার স্বাস্হ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত সমস্ত ফাইল সিবিআই দপ্তরে পাঠিয়ে দিয়ে সততার প্রমাণ দিন| আগামী সাত দিনের মধ্যে যদি ঐ সব ফাইল তদন্তের স্বার্থে সিবিআই দপ্তরে না পাঠান তবে ধরে নেব স্বাস্হ্য দপ্তরের নিয়োগ দুর্নীতির গভীরতা স্কুল নিয়োগের থেকেও অনেক বেশী এবং,বিকাশরঞ্জনের বিরুদ্ধে কুৎসা করছেন| মনে রাখবেন হাতে সময় সাত দিন”|

সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারি। একটা কাগজ, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজটা আছে। ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি। আমরা ফাইল পাইনি। আমরা আলমারি পাইনি। আমরা কিছু দেখতে পাইনি।

তিনি বলেন, বুদ্ধদেব বাবুর কথা মনে আছে চোরেদের মন্ত্রীসভায় থাকব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে? গভর্মেন্ট অফ দ্য কন্ট্রাক্টরস, গভর্মেন্ট ফর দ্য কন্ট্রাক্টরস, গভর্মেন্ট বাই দ্য কন্ট্রাক্টরস। আমার একটু একটু মনে পড়ে। কারণ, আমি মার খেতে খেতে এই জায়গায় উঠে এসেছি।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে গতকাল থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। এখন আবার বর্ষীয়ান আইনজীবীর মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।