CPIM: যশবন্তের গোহারা হার নিশ্চিত, সমর্থন করে ঢোঁক গেলা সীতারাম খুঁজছেন সমীকরণ

রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোটের প্রার্থী মমতার পছন্দের যশবন্ত সিনহার পরাজয় নিশ্চিত। এটা জলের মতো স্পষ্ট হয়ে গেছে। যে বিরোধী ঐক্য ভোট এনডিএ কে হারাতে পারত…

Sitaram Yechury Yashwant Sinha

রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোটের প্রার্থী মমতার পছন্দের যশবন্ত সিনহার পরাজয় নিশ্চিত। এটা জলের মতো স্পষ্ট হয়ে গেছে। যে বিরোধী ঐক্য ভোট এনডিএ কে হারাতে পারত তা একজোট তো হয়ইনি উল্টে ফাটল বেড়েছে শিব সেনার উদ্ধব গোষ্ঠী দ্রৌপদীকে সমর্থন করায়। যশবন্তকে সমর্থন করে সাপের ছুঁচো গেলার মতো পরিস্থিতি সিপিআইএমের (CPIM)। রাষ্ট্রপতি নির্বাচনের এই আসন্ন পরাজয় বুঝেও সমীকরণ তৈরিতে মগ্ন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বিজেপি বিরোধী জোটে দলের ভূমিকা কী হবে? তা ঠিক করতেই আগামী ১৬ জুলাই বৈঠকে বসছে সিপিআইএম পলিটব্যুরো। সূত্রের খবর, সেখানে যেমন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ থাকবে, তেমনই থাকবে বিরোধী জোটের সমীকরণ।

   

রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করা নিয়ে দলীয় কর্মীদের তোলা বিভিন্ন অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে। বিরোধী পদপ্রার্থী হিসবে যশবন্ত সিনহাকে সমর্থনের বিষয়টি অনেকেই মেনে নিতে পারেননি। আবার বিজেপি বিরোধী জোটের কথা ভেবে তাকেই সমর্থন করার বিষয়টি সুনিশ্চিত করেছেন একে গোপালন ভবনের নেতারা।

সূত্রের খবর, সিপিআইএম মনে করছে নির্বাচনে জয় প্রথম কথা নয়, বরং কেন্দ্রের শাসক দলকে নাস্তানাবুদ করাই এবার প্রধান লক্ষ্য। আসন্ন বাদল অধিবেশনে দলের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা হতে চলেছে। জানা গেছে, বিরোধী ঐক্যের ক্ষেত্রে এবার আর কোনও ভুল করতে চায় না প্রতিটি দল। তাই নিজেদের দলের মধ্যেই এই বিষয়ে বৈঠক সেরে নিতে চাইছে সিপিআইএম।