CFL: কলকাতার বড় ক্লাবদের ঘুম ওড়াতে শক্তিশালী দল গড়েছে এই ক্লাব

CFL 2022: যে কোনো বড় ক্লাবকে টেক্কা দেওয়ার মতো দল। অন্তত খাতায় কলমে বলা চলে, তারকা খচিত স্কোয়াড। বিদেশি থেকে স্বদেশী, প্রচুর চেনা মুখের সমাগম।…

Bhawanipore-fc

CFL 2022: যে কোনো বড় ক্লাবকে টেক্কা দেওয়ার মতো দল। অন্তত খাতায় কলমে বলা চলে, তারকা খচিত স্কোয়াড। বিদেশি থেকে স্বদেশী, প্রচুর চেনা মুখের সমাগম।

সব কিছু ঠিক থাকলে এবারে চমক দিতে তৈরি ভবানীপুর ফুটবল ক্লাবে। অনেকে যাবে মিনি মোহনবাগান বলে থাকেন। কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে এবারের ভবানীপুর ফুটবল ক্লাবে ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলা একাধিক ফুটবলার। কিছু দিন আগে সঞ্জু প্রধানকে সই করিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল কলকাতার এই ক্লাব।

সঞ্জু প্রধান ছাড়াও দলে রয়েছে কিংশুক দেবনাথ, অভিনব বাগ, জিতেন্দ্র মুর্মুর মতো খেলোয়াড়রা। আর কোচের বিদেশিদের মধ্যে অবশ্যই চোখ থাকবে উইলিস প্লাজার দিকে। হ্যাঁ, ইনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলে যাওয়া সেই প্লাজা। যিনি করেছিলেন একাধিক দুরন্ত গোল।

ভবানীপুর ফুটবল ক্লাবের কোচ হিসেবে এবার দেখা যাবে রঞ্জন চৌধুরীকে। সম্প্রতি এ লাইসেন্স করিয়েছেন তিনি। অতিমারের সময়কে কাজে লাগিয়ে পেয়ে গিয়েছেন এ লাইসেন্স। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফুটবলারের ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছে ক্লাব। সেই সঙ্গে নিজেদের মধ্যে খেলে নিয়ে গড়ে তোলা হচ্ছে তালমিল।