নৈহাটি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস, অস্বস্তিতে তৃণমূল

naihati

তৃণমূল কংগ্রেস পরিচালিত নৈহাটি পুরসভার দুর্নীতি নিয়ে জেরবার শাসক দল। দুর্নীতির পোস্টার ছড়িয়েছে নৈহাটি শহর জুড়ে। অভিযোগ, দুর্নীতির দায় পুরসভার কর্মচারিদের উপরে চাপিয়ে মুখ বাঁচাতে চাইছেন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।

নৈহাটি পুরসভা পরিচালিত দুটি উৎসভব ভবন এবং দুটি পার্কের কয়েক কোটি টাকা তছরুপ অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।অভিযুক্তরা নকল বিল বানিয়ে গ্রাহকদের পরিষেবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত বলে অভিযোগ।নৈহাটি পুরসভার আর্থিক দুরনিতি ফাঁস হতেই চরম অসস্তিতে পুরপ্রধান ও শাসক দল।ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি সরগরম।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন