কংগ্রেসের সঙ্গে সংঘাতের মাঝেই এবার দলবদলের জল্পনা বাড়ালেন গুজরাট কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক প্যাটেল (Hardik Patel)। সাম্প্রতিক সময়ে দলের বিরুদ্ধে তাঁকে পাত্তা না দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হার্দিক। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন প্রোফাইল পিকচারকে ঘিরে যত বিতর্ক তৈরি হয়েছে।
হোয়াটসঅ্যাপের নতুন ডিপিতে হার্দিক প্যাটেলকে গেরুয়া স্কার্ফ পরা অবস্থায় দেখা যাচ্ছে। শুধু হোয়াটসঅ্যাপই নয়, টেলিগ্রামের ডিসপ্লে ফটো পরিবর্তন করেছেন হার্দিক প্যাটেল। সম্প্রতি, পাতিদার নেতা তার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম বায়ো থেকে কংগ্রেসের উল্লেখ মুছে ফেলেছেন। প্যাটেল অবশ্য বলেছেন, তাঁর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
গুজরাট কংগ্রেসের কাজকর্মে তিনি অসন্তোষ প্রকাশ করার কয়েক দিন পরে এই ঘটনা ঘটেছে। তিনি দাবি করেছেন যে তাকে রাজ্য ইউনিটে সাইডলাইন করা হয়েছে এবং নেতৃত্ব তার দক্ষতা ব্যবহার করতে ইচ্ছুক নয়। সেইসঙ্গে হার্দিক প্যাটেলের প্রশংসা করেন গুজরাট বিজেপি সভাপতি সিআর পাটিলও। যার পরেই হার্দিকের বিজেপিতে যাওয়ার জল্পনার আগুনে আরো ঘি পড়ে।
ওবিসি বিভাগের অধীনে সংরক্ষণের দাবিতে তিনি ২০১৫ সালে গুজরাটে পাতিদার সম্প্রদায়ের প্রচারাভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। চার বছর অর্থাৎ প্যাটেল ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন। হার্দিক আসন্ন ২০২২ সালের গুজরাট বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শোনা যাচ্ছে।