Sunil Chhetri’s Wife: ডেঙ্গির কবলে সুনীলের গর্ভবতী পত্নী, দুশ্চিন্তায় গোটা পরিবার

গত কয়েকমাস আগে ভারতীয় দলের জার্সিতে গোল করার পর পরিবারে নতুন অতিথির আসার কথা গোটা বিশ্বকে জানিয়েছিলেন ছেত্রী (Sunil Chhetri)।

Sunil Chhetri

short-samachar

গত কয়েকমাস আগে ভারতীয় দলের জার্সিতে গোল করার পর পরিবারে নতুন অতিথির আসার কথা গোটা বিশ্বকে জানিয়েছিলেন ছেত্রী (Sunil Chhetri)। যা সহজে মন কেড়ে ছিল ফুটবলপ্রেমীদের। সহধর্মিনীকে সময় দেওয়ার এমনকি জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের থেকে আগেই ছুটি নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তবে এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন তার স্ত্রী সোনম ভট্টাচার্য। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে সোজা বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করেন ছেত্রী। বর্তমানে কেমন আছেন তিনি?

   

জানা গিয়েছে, গত সোমবার সকাল থেকেই নাকি অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই কমে গিয়েছিল সোনমের। তবে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। কিন্তু তার ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রবল দুশ্চিন্তা দেখা দিয়েছে দুই পরিবারের মধ্যে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ভট্টাচার্য ও ছেত্রী পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া ভাবে আয়োজিত হয় সোনমের স্বাদের অনুষ্ঠান। এছাড়াও গত ৩ তারিখ নিজের জন্মদিন ও উৎযাপন করেন সুনীল ছেত্রী। তবে এবারেই বিপত্তি। ডেঙ্গির কবলে পড়ে একটা সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ও বর্তমানে অনেকটাই ভালো রয়েছেন সুব্রত কন্যা। বর্তমানে তার আরগ্য কামনায় আপামর ভারতবাসী।

বলাবাহুল্য, নিজের স্ত্রীকে সময় দেওয়ার দরুন আগামী কিংস কাপে জাতীয় দলের সঙ্গে অংশ নিচ্ছেন না অধিনায়ক সুনীল ছেত্রী। এক্ষেত্রে সন্দেশ ঝিঙ্গান কিংবা গুরপ্রীত সিংয়ের নেতৃত্বে খেলতে পারে ভারতীয় দল। তবে এশিয়ান গেমসে স্ব মহিমায় দেখা যাবে সুনীলকে।