রূপচর্চায় নারকেল তেল ম্যাজিকের মতো কাজ করে

চুলের যত্নে নারকেল তেলই (Coconut oil)সেরা। এক ঢাল সুন্দর ঘন কালো চুল পেতে এর কোনও বিকল্প নেই। গবেষকেরা জানাচ্ছেন, চুলের মতোই ত্বকের রোজকার যত্নতেও নারকেল…

Coconut oil works like magic in beauty treatments

চুলের যত্নে নারকেল তেলই (Coconut oil)সেরা। এক ঢাল সুন্দর ঘন কালো চুল পেতে এর কোনও বিকল্প নেই। গবেষকেরা জানাচ্ছেন, চুলের মতোই ত্বকের রোজকার যত্নতেও নারকেল তেল রীতিমতো সিদ্ধহস্ত। এমনকি বাজারি ক্রিম-লোশনের চেয়ে মুখের জেল্লার পাল্লা ভারী করতেও নারকেল তেলের জুড়ি মেলা ভার! এক কথায় বলতে গেলেনারকেল তেলের কাছে রয়েছে সব রকম সমস্যার সহজ সমাধান।

চলুন তবে, এই অতি পরিচিত নারকেল তেলের স্বল্প পরিচিত দিকগুলির সঙ্গে খানিক আলাপ জমানো যাক।রূপচর্চা র নানা পর্যায়ে নারকেল তেলে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট। তাই শুদ্ধ নারকেল তেল নিয়মিত মুখে মাখলে বয়স ধরে রাখা কোনও ব্যাপারই নয়!

আরও পড়ুন: পচাত্তর পেরিয়ে আজও বাঙালির প্রিয় শালিমার

আন্ডারআই ক্রিমের পিছনে গুচ্ছের পয়সা খরচ না করে ভরসা রাখুন নারকেল তেলে। নাইট ক্রিমের বদলেও অনায়াসে নারকেল তেল ব্যবহার করতে পারেন।

রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতেও নারকেল তেল দারুণ উপযোগী। ত্বকের উপরে স্রেফ কয়েক ফোঁটা শুদ্ধ নারকেল তেল লাগিয়ে হালকা মাসাজ করুন কয়েক দিন।

তা ছাড়া ত্বক ফাটার সমস্যা থাকলেও এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন। উপকার পাবেন ম্যাজিকের মতো।
মেকআপ শেষে হাইলাইটিংয়ের জন্য দুই চিকবোনের উপর দিয়ে আঙুলের সাহায্যে আলতো করে নারকেল তেল ছুঁইয়ে দিন। রাসায়নিক হাইলাইটারের চেয়ে ত্বকের জন্য এই টোটকা ঢের ভাল।

নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবেও দারুণ কাজ করে। মেকআপ তুলতে একটি কটন বল নারকেল তেলে ডুবিয়ে ভাল করে মুখে ঘষে মুখ পরিষ্কার করে নিন।

শেষে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজ়ার লাগাতে ভুলবেন না।
দাঁতের হলদে ভাব কাটাতেও নারকেল তেলই হয়ে উঠতে পারে আপনার তুরুপের তাস। নারকেল তেল দাঁতে ঘষে নিয়ে পরিষ্কার করলে দেখবেন, হলদে ছোপ দূর হয়েছে।

স্ট্রেচ মার্কের দাগ হালকা করতে নিয়মিত তার উপরে নারকেল তেল লাগান। খুব সহজেই দাগ হালকা হবে।