দেবের আবদার রাখলেন মুখ্যমন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য

দেবের আবদার রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার৷ এমনটাই ঘোষণা করেন তিনি৷ দলের সঙ্গে মনমালিন্য হয়েছিল তৃমমূল নেতা দেবের৷ তাই…

দেবের আবদার রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার৷ এমনটাই ঘোষণা করেন তিনি৷ দলের সঙ্গে মনমালিন্য হয়েছিল তৃমমূল নেতা দেবের৷ তাই দল ছাড়ার গুঞ্জনও শোনা গিয়েছিল রাজনৈতিক মহলে৷ অবশেষে শনিবার বিকেলে প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন দেব৷ তারপর আর তাঁদের অনুরোধ ফেলতে পারেননি তিনি৷ তাঁদের কথায় ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াবেন বলে মনস্থির করে ফেলেছেন টলিউডের সুপারস্টার৷

এরপরই সোমবার আরামবাগে সভা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তিনি ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৫০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার৷ এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই৷ দেব যখন আবদার করেছে, তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে৷ কেন্দ্রের উপর আর ভরসা করতে হবে না৷ লোকসভা ভোটের পর প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বর্ষার মরশুমে আর বানভাসি হতে হবে না ঘাটালবাসীকে৷ এমনটাই জানান মুখ্যমন্ত্রী৷

এদিন তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেব বারবার বলছে৷ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করল৷ কাজ হয়ে যাবে৷ ১৭ লক্ষ মানুষ উপকৃত হবে৷ কেন্দ্রের টাকা আটকে আছে৷ কাজ শেষ হতে তিন-চার বছর লাগবে৷ কিন্তু দেব যখন বলল, তখন দিদি তো ভাইয়ের আবদার ফেরাতে পারে না৷ তাই কেন্দ্রের উপর ভরসা নয়, আমরাই কাজ করে দিচ্ছি৷’’

প্রসঙ্গত, রবিবার ঘাটালের ১০ বছরের সাংসদ দেব বলেছিলেন, “দিদি ও অভিষেক ঘাটালের মানুষের জন্য এমন প্রস্তাব দিলেন, যার জন্য আমি সারাজীবন অপেক্ষা করতেও রাজি আছি৷ ঘাটালে আদি বাড়ি তাই সেখানের জন্য আমার একটা অন্যরকম ইমোশন কাজ করে৷ দিদি ও অভিষেক এমন কিছু প্রমিস করেছে, যার জন্য আমি তাঁদের না করতে পারিনি৷ ঘাটালের মানুষের ৭০ বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে৷ ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হতে চলেছে৷ কেন্দ্রীয় সরকার যদি করে খুব ভালো৷ নাহলে বাকিটা দিদি ও অভিষেক বলবেন৷ ঘাটালবাসীর জন্য ১০ বছরে যা যা করতে, এবারে তা করতে চাই৷”