Arjun-Nadda meeting: ‘বেসুরো’ অর্জুনের প্রশ্নের জবাব দিলীপ-সুকান্তের

সোমবার বিজেপির ( BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে (Arjun-Nadda meeting) বসেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তার আগে রাজ্য বিজেপির দলীয় কার্যপ্রণালী…

arjun sing dilip ghosh Sukanta Majumder

সোমবার বিজেপির ( BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে (Arjun-Nadda meeting) বসেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তার আগে রাজ্য বিজেপির দলীয় কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার অর্জুনের প্রশ্নের জবাব দিলেন প্রাক্তন এবং বর্তমান রাজ্য বিজেপি সভাপতি।

সোমবার এবিষয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “উনি রাজ্য সহ-সভাপতি পদে রয়েছেন। স্বাভাবিকভাবে তাঁর যে মতামত সেটা রাজ্য নেতৃত্ব সহ যারা পর্যবেক্ষণে রয়েছেন, তাঁদেরকে জানানো উচিত। বিজেপি সরকারের সন্ত্রাসের বর্ষপূর্তি উপলক্ষে জেলায় জেলায় মিছিল করছে। বিজেপি রাস্তাতেই রয়েছে। স্যোশাল মিডিয়ায় শুধুমাত্র নেই। বিজেপির নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে। যদি ওনার কোনও সমস্যা থাকে তাহলে উনি আমাদের ওপরের যে নেতৃত্ব রয়েছে, তাঁদেরকে জানাতে পারেন। দল ওনাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি দায়িত্ব পালন করেছেন”।

একই বক্তব্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মেদিনীপুরের সাংসদের কথায়, উনি তো কমিটিতে আছেন। ওঁর সঠিক জায়গায় অভিযোগগুলি বলা উচিত। যাতে এটা যদি সমস্যা থাকে তাহলে সমাধানের চেষ্টা ওখান থেকেই হোক”। কয়েকদিন আগেই অর্জুনের মানভঞ্জনের চেষ্টায় তাঁকে নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খাঁ। কিন্তু অর্জুনের সিংয়ের নিত্যদিনের কার্যকলাপে রাজ্য বিজেপির নেতাদের অস্বস্তি বেড়েই চলেছে। এবিষয়ে কোনও সন্দেহ নেই।

তবে বিজেপির এই ঘরোয়া যুদ্ধকে কটাক্ষ করতে পিছপা হচ্ছে না তৃণমূল। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কথায়, “অর্জুন সিং এপিসোডে এটা প্রমাণিত বিজেপিতে যাওয়া কোনও নেতাকে ভাবতে হয় দিল্লির বিজেপি নেতারা বাংলার সমস্যার সমাধানে কাজ করে না। তাঁদেরকে জোর দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে হয়। তৃণমূলে চলে যাচ্ছি চলে যাচ্ছি বাতাবরন করতে হয়। এখন অর্জুন সিং কী সত্যিই শিল্পের কথা ভেবে বলছেন? নাকি তাঁর গোটা এলাকা তৃণমূল হয়ে গেছে বুঝতে পেরে একথা বলছেন সেটা দেখতে হবে।