China: মাত্র তিন করোনা রোগী! ১১ লক্ষ জনবসতির চিনা শহরে লকডাউন

উপসর্গহীন মাত্র তিনজন করোনা রোগী চিহ্নিত। তাতেই ১১ লক্ষ জনবসতির শহরে লকডাউন করে দিল চিন (China)। এই নিয়ে চিনের দ্বিতীয় শহরে লকডাউন হয়েছে। বিবিসি জানাচ্ছে,…

China: মাত্র তিন করোনা রোগী! ১১ লক্ষ জনবসতির চিনা শহরে লকডাউন

উপসর্গহীন মাত্র তিনজন করোনা রোগী চিহ্নিত। তাতেই ১১ লক্ষ জনবসতির শহরে লকডাউন করে দিল চিন (China)। এই নিয়ে চিনের দ্বিতীয় শহরে লকডাউন হয়েছে।

বিবিসি জানাচ্ছে, হেনান প্রদেশের ইউঝৌ শহরটির গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিত্যপণ্য ছাড়া সব দোকানপাট রাতারাতি বন্ধ রাখতে বলা হয়েছে।

রাজধানী বেজিং থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে ইউঝৌ শহরের সব বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যারা স্বাস্থ্য পরিষেবা কাজে নিযুক্ত, তারা বাইরে বের হতে পারবেন।

Advertisements

করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার দেশ চীনে এ পর্যন্ত ১ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত ৪ হাজার ৮৪৯ জন। চিনের ৮৬. ৩৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা পেয়েছেন।