Bangladesh: ‘অবিশ্বাস্য!’, নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস মুমিনুলদের

এখনও ঘোর কাটছে না বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট সমর্থকদের। একটা স্পেলের ব্যবধানে বদলে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ‘অবিশ্বাস্য!’, বলছেন অধিনায়ক মুমিনুল হক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ।…

এখনও ঘোর কাটছে না বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট সমর্থকদের। একটা স্পেলের ব্যবধানে বদলে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ‘অবিশ্বাস্য!’, বলছেন অধিনায়ক মুমিনুল হক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। তাও তাদেরই ঘরের মাঠে৷ ক্রিকেটের যে কোনো ফরম্যাটে এই প্রথম নিউজিল্যান্ডের মাঠে কিউয়ি বধ করল টাইগার ব্রিগেড। ওপার বাংলায় এখন সকলের নয়নের মণি ইবাদত হোসেনের।

মাউন্ট মঙ্গানুই-এ ড্র-এর দিকে এগোচ্ছিল ম্যাচ। সেটাই চতুর্থ দিন শেষে জমজমাট। ইতিহাস রচনা করার আশার আলো নিয়ে হোটেলের রুমে ফিরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন ইবাদত হোসেন। মাত্র ৪০ রানের লক্ষ মাত্রা দিতে পেরেছিলেন রস টেলর, টমাস লাথামরা।

বুধবার সকালে অফিস ডেস্কে বসার আগে বে ওভালের মাঠে উড়েছে বাংলাদেশের বিজয় পতাকা। প্রথম ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩২৮ রান। জবাবে বাংলাদেশের ৪৫৮ রান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর মাত্র ১৬৯। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৪০ রান।

জয় এল। তাও আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই নিউজিল্যান্ডই কিছুদিন আগে পেয়েছিল বিশ্ব টেস্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা।

এক অনলাইন সাংবাদিক সম্মেলনে মুমিনুল হক বলেছেন, “আমার অনুভূতিকে ভাষায় বর্ণনা করতে পারবো না। এক কথায় অবিশ্বাস্য! বললে হয়তো বিশ্বাস করবেন না, কালকে সারারাত হোটেলে দু’চোখের পাতা এক করতে পারিনি।”