ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে রুশ সেনার অভিযান চলছে। কিয়েভের পশ্চিমাঞ্চলে গুলিবিদ্ধ ছয় বছরের এক শিশু মারা গেছে। এই শিশুটিই কিয়েভে সংঘর্ষে মারা যাওয়া সর্ব কনিষ্ঠ। কয়েকজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ আরও দু জন কিশোর।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের রিপোর্ট ঘিরে তুলকালাম বিশ্ব। এতে বলা হয়েছে, কিয়েভের ওখমাদিত হাসপাতালের এক চিকিৎস জানান শিশুটিই কিয়েভে সংঘর্ষে মারা গেছে।
ইউক্রেনের খারকিভের দানিলিভকা জেলায় একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা৷ ২৭ ফেব্রুয়ারি ভোর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে৷ তবে ইউক্রেনের স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন স্টেট সার্ভিস জানিয়েছে এটি কোনও পারমাণবিক হামলা নয়। এর ফলে তৈরি হয়েছে ব্যাঙের ছাতার মতো মেঘ। যার প্রভাব পড়তে পারে পরিবেশে। তাই সরকারের তরফে বাসিন্দাদের ঘরে জানালা স্যাঁতসেঁতে কাপড় বা গজ দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে তরল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা বলেছেন, রুশ বাহিনী খারকিভকে এখনও নিজের আয়ত্তে নিতে পারেনি।