বিজেপির সিন্ডিকেট হয়ে উঠছে কেন্দ্রীয় সংস্থাগুলি, বিস্ফোরক রাউত

ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্সের মত কেন্দ্রীয় সংস্থা গুলিকে নরেন্দ্র মোদী সরকার বারেবারেই বিরোধীদের হেনস্থা করানোর কাজে লাগিয়েছে এই অভিযোগ গত সাত বছরে উঠেছে একাধিকবার। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

sanjay raut

ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্সের মত কেন্দ্রীয় সংস্থা গুলিকে নরেন্দ্র মোদী সরকার বারেবারেই বিরোধীদের হেনস্থা করানোর কাজে লাগিয়েছে এই অভিযোগ গত সাত বছরে উঠেছে একাধিকবার। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কটাক্ষ করে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে সরাসরি চিঠি লিখলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।

বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন শিবসেনা সাংসদ। সেখানেই তিনি বিজেপির অপরাধ বলে উল্লেখ করে ওই চিঠিতে লিখেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইডির মতো কেন্দ্রীয় সংস্থা শিবসেনা নেতাদের বিরুদ্ধে কাজ করছে। মহারাষ্ট্রে গতকাল নির্বাচন হয় সে জন্য ইতিমধ্যেই মোদী সরকার চেষ্টা করছে বিএনপি জোট সরকারকে বিপাকে ফেলার আর এই কাজেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।

একসময় শিবসেনা ছিল বিজেপির সঙ্গে কিন্তু তিন বছর আগে রাজ্য সরকার গঠন করা নিয়ে তীব্র মতপার্থক্যের জেরে বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল। তারপর থেকেই মোদী সরকার দেশের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন।

চিঠিতে রাউত অনুরোধ করেছেন, অধ্যক্ষ যেন কেন্দ্রের ক্ষমতার অপব্যবহারের বিষয়টির দিকে নজর দেন এবং অবিলম্বে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।

রাউতের চিঠিতে আরও অভিযোগ করেছেন,এক মাস আগে বিজেপির তরফ থেকেই কয়েকজন ব্যক্তি মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়ার জন্য তার সাহায্য চেয়েছিলেন। প্রস্তাব খারিজ করে দিলে তাকে ফল ভুগতে হবে বলেও হুমকিও দেওয়া হয়েছে। রাউত তাঁর চিঠিতে নাইডুকে বলেছেন, ‘রাজ্যসভার সদস্যদের ভয় দেখানো এবং হেনস্থার হাত থেকে রক্ষা করার জন্য আপনি অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ করুন।’ যোগ করেন, ‘দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার বিরোধীদের বিরুদ্ধে কার্যত অপরাধের ভূমিকা পালন করছে আর তাদের এই কাজে সহায়ক হয়ে উঠেছে ইডির মতো কেন্দ্রীয় সংস্থা।’