Lafarge cement: ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনকে ৬০ লাখ ডলার অনুদান লাফার্জ সিমেন্টের’

নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে বিশ্ব জুড়ে আলোড়ন পড়েছে। এই প্রতিবেদনে বিশ্বের অন্যতম সংবাদপত্রটি দাবি করেছে, ব্যবসায়িক স্বার্থ রক্ষায় লাফার্জ (lafarge) সিমেন্ট সংস্থার তরফে…

নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে বিশ্ব জুড়ে আলোড়ন পড়েছে। এই প্রতিবেদনে বিশ্বের অন্যতম সংবাদপত্রটি দাবি করেছে, ব্যবসায়িক স্বার্থ রক্ষায় লাফার্জ (lafarge) সিমেন্ট সংস্থার তরফে বিপুল ডলার দেওয়া হয়েছিল ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনকে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, লাফার্জ সংস্থা ২০১৩- ২০১৪ সালে ইসলামিক স্টেটকে প্রায় ৬০ লাখ ডলার দিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় সিমেন্টের ব্যবসা চালিয়ে যেতে জঙ্গিদের চটাতে চায়নি লাফার্জ সিমেন্ট।

আইএস জঙ্গি সংগঠনকে অর্থ দেওয়ার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত হয়েছে। এর জন্য ওই প্রতিষ্ঠানটিকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে। ব্রুকলিন শহরের আদালত এই জরিমানা করেছে।

বিবিসি জানাচ্ছে, লাফার্জ হলো সুইজারল্যান্ডের হোলসিম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। জঙ্গি সংগঠন আইএসকে বিপুল অর্থ সাহায্য করার প্রশ্নে লাফার্জ জানিয়েছে, সিরিয়ায় লাফার্জের সিমেন্ট উৎপাদন ধরে রাখতে ইসলামিক স্টেট নেতাদের অর্থ দেওয়া হয়েছিল।

বিবিসি জানাচ্ছে, সিরিয়ায় যখন ইসলামিক স্টেট জঙ্গিদের হামলা চলছিল সেই পরিস্থিতির মধ্যেও ব্যবসা চালিয়েছিল প্রতিষ্ঠানটি। আর জঙ্গি হামলার কারণে, সিরিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল Akas বহুজাতিক প্রতিষ্ঠান।

লাফার্জের তরফে জঙ্গিদের অর্থ দেওয়ার গোপন নথি ২০১৮ সালে প্রকাশ করে়ছিল নিউইয়র্ক টাইমস। তাতে বলা হয়, আইএসকে সরাসরি অর্থ দেয়নি লাফার্জ।তারা তৃতীয় পক্ষের সাহায্য নেয়। এবার আদালতে প্রমাণ হয়েছে বহুজাতিক সংস্থার তরফে জঙ্গিদের অর্থ দানের বিষয়।