Jhalda: কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের নির্দেশ

অবশেষে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় কেস ডায়েরি জমা…

অবশেষে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় কেস ডায়েরি জমা দেয় রাজ্য সরকার। আর তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এদিন হাইকোর্ট জানায়, রাজ্য সরকারের গঠিত সিটকে অবিলম্বে ঘটনা সংক্রান্ত সকল নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানুষের আইনের ওপর আস্থা বাড়াতেই তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, সম্প্রতি সম্প্রতি সিবিআই তদন্তের দাবি করেন মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু। কয়েকদিন আগেই এই মামলার শুনানি চলাকালীন পূর্ণিমা কান্দুর আইনজীবী জানান, মোট আসন ১২ তৃণমূল, ৫ কংগ্রেস ৫ এবং নির্দল দুটি আসন পেয়েছে। কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দু খুন হন ১৩ই মার্চ বিকেল ৪টের সময়। সেইসময় পুলিশের নাকা চেকিং চলেছিল। এই দলে একজন এস আই এবং তিনজন আর পুলিশ কর্মী ছিলেন। তিনি আরও জানান, ছাত্র নেতা আনিস খানের ঘটনার সঙ্গে তপন কান্দি খুনের ঘটনায় হুবহু মিল রয়েছে। খুনের মোটিভ খুব স্পষ্ট।কারণ তৃণমূল এবং কংগ্রেস আসন সমান সমান। তপন কান্দু রাজনৈতিক ভাবেই খুন হয়েছেন। পুলিশের মদতে আততায়ীরা তাঁকে খুন করেছেন।