
ফাগুন উৎসবের সঙ্গে দোল (Holi) খেলা শুরু হয়ে যাবে পুরোদমে! আবিরের রঙে রঙিন হয়ে উঠছেন সকলেই। তবে মুশকিল রং মাখার পর। সাবান, ক্লেনজার সব হার মানে রংয়ের কাছে। শেষে অর্ধেক রাঙা মুখে ঘুরতে হয়। তবে কিছু ঘরোয়া টোটকা আছে যা অবলম্বন করে খুব সহজে রং তুলতে পারবেন আপনি।
একবার রং মেখে ভূত হয়ে যাওয়ার পর কী করতে হবে জানেন তো? হ্যাঁ, রং অবশ্যই তুলবেন কিন্তু মাথায় রাখবেন সেটা যেন আপনার ত্বক ক্ষতি না হয়ে যায়। যাদের সেনসেটিভ ত্বক, তাদের বাড়তি সাবধানতা অবশ্যই নিতে হবে। ঘরোয়া পদ্ধতিতে কেমন করে করবেন? জেনে নিন…
- অনেকেই মনে করেন ঈষদুষ্ণ জল নাকি রং তুলতে বেশি কাজ করে। তবে, বিশেষজ্ঞদের মতে এটি ভুল ধারণা৷ তাঁদের মতে, গরম জল দিলে রং আরও চেপে বসে যাবে৷ রং খেলা পর প্রথমেই ঠান্ডা জলের ঝাপটা দিয়ে দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের উপর থেকে আলগা রং ধুয়ে বেরিয়ে যাবে।
- সেনসেটিভ স্কিন হলে সতর্ক হোন আগেই। যাদের ত্বকে একটুতেই অ্যালার্জি হয় বা জ্বালা করে, তাদের একটু বাড়তি সতর্কতা নিতে হবে বটে। এই কারণের জন্যই ত্বক বিশেষজ্ঞরা অর্গানিক রং ব্যবহার করার পরামর্শ দেন। তাদের মতে, রং খেলার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার। নরম তোয়ালে দিয়ে হালকা হাতে চেপে চেপে মুছে নিতে হব। রং খেলার পর যদি ত্বকে জ্বালা করে বা অ্যালার্জি দেখা দেয় তখন পাতলা কাপড়ে মুড়ে বরফ লাগাতে পারেন। বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।
- দোল খেলার পর স্নানের সময় ভালো কোনও ভেষজ শ্যাম্পু আর বডি ওয়াশ ব্যবহার করুন। দুচামচ আমন্ড বাদামের গুঁড়োর সঙ্গে এক চামচ ব্রাউন সুগার আর মধু, লেবুর রস মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। মুখের সঙ্গে শরীরেও এই স্ক্রাব ব্যবহার করতে পারেন। রং উঠে যাবে সহজেই।
- মুলতানি মাটির সঙ্গে পেঁপে আর মধু মিশিয়ে নিন। যে সব জায়গায় রং কড়া হয়ে বসে গিয়েছে, সেখানে ভালো করে লাগিয়ে স্ক্রাব করুন। রং একবারে না উঠলেও অনেকটাই হালকা হয়ে যাবে।
- লেবুর সাহায্য নিতে পারেন। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যা রং তুলতে খুব ভালো কাজে আসে। লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। রং তো উঠবেই ত্বকের জেল্লাও বেড়ে যাবে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










