প্রার্থী তালিকা না-পসন্দ, শোভনদেবের মেসেজ মুখ্যমন্ত্রীকে

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজ্যজুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজ্যজুড়ে চলেছে বিক্ষোভ। এবার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের এক মন্ত্রী। কেবল…

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজ্যজুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজ্যজুড়ে চলেছে বিক্ষোভ। এবার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের এক মন্ত্রী। কেবল তাই নয় ক্ষোভ জানিয়ে মাঝ পথে সভা ছেড়ে বেরিয়ে সোজা মেসেজ করেন মুখ্যমন্ত্রীকে।

রবিবার ব্যরাকপুরের সাংগঠনিক জেলা বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই দলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান এবং সঙ্গে সঙ্গে তৃণমূল সুপ্রিমোকে মেসেজ করেন।

এদিনের বৈঠক চলাকালীন বিধায়ক জানতে পারেন প্রার্থী তালিকায় কিছু বদল হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল বদল হওয়া তালিকায় দলীয় নেতৃত্বের সাক্ষর রয়েছে। এরপরই ক্ষোভ জানান শোভনদেব। তালিকা বদল নিয়ে কয়েকটি প্রশ্নও তোলেন তিনি। কিছু আঁচ করতে পেরে দ্রুত সভা ছেড়ে বেরিয়ে যান। জানা যায়, বৈঠক থেকে বেরিয়েই মমতাকে মেসেজ করে একটি ছোট বৈঠকের অনুরোধ করেন তিনি।

শোভনদেব চট্টোপাধ্যায়ের মাঝ বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক দল। গত শুক্রবার থেকে প্রার্থী তালিকা নিয়ে কর্মী-সমর্থকদের বিক্ষোভ। এবার প্রথম সারির নেতাদের তরফে অসন্তোষের খবর সামণে আসায় পরিস্থিতি কোনদিকে ঘুরবে সেটাই দেখার।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম দফার পুরভোট রয়েছে। বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল পুরসভার ভোট রয়েছে। রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।